ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে পদার্পণ করেছে : সেলিম উদ্দিন
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৪
আমাদের শিশু, কিশোর, যুবক, আবাল-বৃদ্ধ-বনিতার যুগপৎ বিপ্লব ও ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে পদার্পণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে ক্যান্টনমেন্ট থানা জামায়াত আয়োজিত এক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমির আব্দুছ ছাকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল কবিরের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াছিন আরাফাত ও গুলশান জোনের সহকারী পরিচালক হেদায়াতুল্লাহ, গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান, বনানি থানা আমির মিজানুর রহমান খান ও ভাষানটেক থানা আমির ডা. আহসান হাবীব প্রমুখ।
বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, ৫৩ বছর অতিক্রান্ত হলেও রাজনৈতিক ব্যর্থতার কারণেই আমাদের স্বাধীনতা পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি। ক্ষমতাসীনদের ধারাবাহিক ব্যর্থতার কারণেই দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, সুদ, ঘুষ, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যে দেশ একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল। তারা জনগণের ভোট নিয়ে ছলে-বলে ও কৌশলে ক্ষমতায় গিয়ে শুধু দলবাজি, টেন্ডারবাজি ও চাঁদাবাজি করেছে। বিষয়টি আমাদের নতুন প্রজন্ম যথাযথভাবে উপলব্ধি করার কারণেই তারা এসবের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলেছিল। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামের নতুন ধারার আন্দোলন সৃষ্টি করেছিল। এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল দেশের ১৮ কোটি মানুষ। সে আন্দোলনের ভিত্তিতেই সফল বিপ্লব সাধিত হয়েছিল ৫ আগস্ট। তাই এই অর্জিত বিজয়কে অর্থবহ ও স্থায়িত্ব প্রদান করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় তিনি আগস্ট বিপ্লবীদের জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি আরো বলেন, পতিত শাসকগোষ্ঠী দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে। দেশে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব এবং বেকারত্ব একেবারে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। মেধার অবমূল্যায়নের কারণে দেশ থেকে অবলীলায় মেধা পাচার হয়েছে। আমাদের মেধাবী সন্তানদের মেধা বহির্বিশ্বে সার্থকভাবেই কাজে লাগানো হচ্ছে। পক্ষান্তরে দুর্নীতিবাজ ও লুটেরারা দেশ থেকে অবলীলায় অর্থপাচার করে জাতীয় অর্থনীতিকে অচল করে দিয়েছে।
তারা নতুন প্রজন্মের মেধার মূল্যায়নের পরিবর্তে হাতে মদ, ইয়াবা ও অস্ত্র তুলে দিয়ে তাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের শ্রমিক সমাজ জাতীয় উন্নয়নের চালিকা শক্তি হলেও তাদের কোনো মূল্যায়ন করা হয়নি। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার সুব্যবস্থা নেই। অর্থাভাবে তারা সন্তানদের লেখাপড়াও করাতে পারে না। তাই গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি ক্ষুধা, দারিদ্র মুক্ত ও জ্ঞানভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি