১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোদি বাংলাদেশের স্বাধীনতা-মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন : রিজভী

বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী - ছবি - ইউএনবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন।

আজ বুধবার শান্তিনগরে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি বলেন, ‘ভারত নিজেকে প্রভু বলে মনে করে। সেকারণেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক জয় বলে অভিহিত করেছেন।’

বিএনপির এই নেতা বলেন, মোদি বাংলাদেশের স্বাধীনতা, সাধীন ভূখণ্ড, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অপমান ও উপেক্ষা করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের বীর সন্তানরা নদী, খাল-বিল, জলাশয় ও জঙ্গল থেকে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে প্রতিরোধ গড়ে তুলেছে।

তিনি আরো বলেন, ‘আপনারা (ভারত) বন্ধুর ভূমিকা পালন করেছেন। তাহলে বাংলাদেশের বিজয় দিবসের পরিবর্তে কিভাবে ভারতের বিজয় দিবস হতে পারে? তার মানে, তারা আমাদের মুক্তিযুদ্ধকে উপেক্ষা করতে চায়।’

রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে ভারত অবজ্ঞা করতে চায়।

তিনি বলেন, আমেরিকা যখন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন ১৭৭৬ সাল থেকে ১৭৮১ সালে তাদের বিজয় অর্জন পর্যন্ত আমেরিকাকে সাহায্য করেছিল ফ্রান্স। কিন্তু ফ্রান্স কখনোই দাবি করেনি যে এটা তাদের বিজয়। আমেরিকানরা তাদের বিজয় দিবস, তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে।

উল্লেখ্য, এক এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আজ বিজয় দিবসে ১৯৭১-এ ভারতের ঐতিহাসিক জয়ে অবদান রাখা সাহসী সেনাদের আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ নিষ্ঠা এবং অবিচল সংকল্প আমাদের দেশকে সুরক্ষিত করেছে এবং আমাদের গৌরবান্বিত করেছে।’

রিজভী বলেন, ‘এই দিনে তাদের অসাধারণ বীরত্ব এবং অটল মানসিকতার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ সবসময় পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে প্রোথিত থাকবে।’

অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার সরকারকে সমর্থন দেয়ায় ভারতের সমালোচনা করেন তিনি।

রিজভী বলেন, গত ১৬ বছরে দিল্লি ছাড়া বিশ্বের কোনো দেশ শেখ হাসিনাকে সমর্থন দেয়নি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
টঙ্গীর ময়দানে সাদপন্থীদের হামলায় ৪ শূরাপন্থী নিহত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৪ চকরিয়ায় ইটভাটার মিক্সার মেশিনে আটকা পড়ে ২ শ্রমিকের মৃত্যু ইজতেমায় সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৪০ শিশু চিকিৎসকদের পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত আবারো বর্ষসেরা গোলরক্ষক হলেন বিশ্বজয়ী এমি মার্টিনেজ এলসি সংক্রান্ত সব বকেয়া এক মাসের মধ্যে পরিশোধ করা হবে : গভর্নর পাকিস্তান-বাংলাদেশ সখ্য নিয়ে ভারতে উদ্বেগ, ভীত ভারতীয় গোয়েন্দারা তাবলীগ জামাতের সাথীদের ওপর হামলায় জামায়াতের উদ্বেগ রাজস্ব আয় বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে : নৌ উপদেষ্টা প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী

সকল