০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান

বক্তব্য রাখছেন তারেক রহমান - ছবি : নয়া দিগন্ত

রাষ্ট্র মেরামতে অন্তবর্তীকালীন সরকারের কত দিন সময় লাগবে তা জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় তিনি বলেন, নির্বাচনে রোডম্যাপ ঘোষণার কথা শুনলে উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, যা জনআকাঙ্ক্ষা বিরোধী।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন জন‍্য সংস্কারের বিকল্প নেই। একইসাথে এটিও মনে রাখা জরুরি কেউ ফ্যাসিবাদ মুক্ত হতে চাইলে সংবিধান বাধা হতে পারে না। ফ‍্যাসিবাদ রুখতে নাগরিক জীবনের প্রতিদিনের চালচিত্র গণতন্ত্রের রাজনীতির চর্চা থাকা দরকার।’

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের স্বচ্ছতা প্রকাশ হবে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘বর্তমান অন্তবর্তীকালীন সরকার কি করতে চাইছে, রাষ্ট্র মেরামত করতে আর কত মাস কত সময় লাগবে সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকার রোডম্যাপ ঘোষণা করেলে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চিত করবে। এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে।’

নির্বাচনের রোডম্যাপ জানতে চাইলে উপদেষ্টারা বিরক্ত হন মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনে রোডম্যাপ ঘোষণার কথা শুনলে উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, যা জনআকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণ তত বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণ যথেষ্ট ধৈর্য্য ধরে আছে। কারণ তারা সরকারকে সফল দেখতে চায়। অন্তবর্তী সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে। ৫ আগস্টের পর অভূতপূর্ব ঐক‍্যর মোহনায় জাতি। এ ঐক্যকে কাজে লাগাতে বৈষম্যহীন‍ সমাজ গড়তে চায় বিএনপি।’

দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ে তারেক রহমান বলেন, ‘দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি জনগণের জীবনে চাপ তৈরি করেছে। প্রতিদিনের সংসারের ব‍্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। জনজীবনের নিত‍্যদুর্ভোগ ও বাজার কন্ট্রোল না করে সংস্কারের নামে সময় সংক্ষেপ করে তবে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্ন মুখ‍্য হয়ে উঠতে পারে।’


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল