০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় : জামায়াতের আমির

বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সকলেই এক জায়গায় ঐকমত হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, এ ক্ষেত্রে আমরা সিমেন্টের মতো।’

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, পাশের দেশ আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ভূমিকা উস্কানিমূলক, অসহিংস। তারা মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এদেশের জনগণ ও সরকারকে ব্যর্থ করার জন্য অপপ্রয়াস ও অপপ্রচার চালাচ্ছে। আমরা সকলের সম্মিলিতভাবে এর নিন্দা জানিয়েছি।

তিনি বলেন, আমরা সকলেই এক জায়গায় ঐকমত হয়েছি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, এ ক্ষেত্রে আমরা সিমেন্টের মতো। যেমন অতীতে ছিলাম, ৫ আগস্ট এ ছিলাম, ভবিষ্যতে আমাদের এটি অব্যাহত থাকবে।

তিনি সাফ জানিয়ে দেন, চরমপন্থা যে দিক থেকে আসবে, আমরা তাদেরকে ঘৃণা করি, আমরা তাদেরকে প্রশ্রয় দিব না, মেনেও নিব না। এ ব্যাপারে সকলে আমরা একমত হয়েছি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশা করছি, জাতীয় ঐক্যবদ্ধভাবে আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব, চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত আমাদের ঐক্য অটুট থাকবে। চূড়ান্ত সফলতা আসার পরও দেশের জন্য আমাদের অটুট ঐক্য অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement
ভারতে মূর্তি বিসর্জনকে বাংলাদেশে মন্দিরে হামলা বলে প্রচার : ফ্যাক্ট ওয়াচ ‘রোকেয়া স্মৃতিকেন্দ্র ও তাজহাট যাদুঘর বেরোবির সাথে একিভূত করা হবে’ সিংড়ায় মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইপর্বে একই গ্রুপে লড়বে বাংলাদেশ ও ভারত বৈষম্যবিরোধী আন্দোলনে মেরাজুল হত্যা : রংপুরে আ’লীগ নেতা জিল্লুর গ্রেফতার গাজীপু‌রে কাফনের কাপড় প‌রে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান পুলিশের সংস্কার কেউ চায়নি, পুলিশকে সবাই ব্যবহার করেছে : ডিআইজি অবশেষে বকেয়া মজুরি পেল এনটিসির চা শ্রমিকরা ৭২ ঘণ্টা নয়, জিডির ১ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবে পুলিশ ইসরাইল ঠান্ডা মাথায় ফিলিস্তিনিদের হত্যা করছে : জামায়াত আমির পরিবারের আপত্তিতে কবর থেকে উত্তোলন হয়নি শহীদ সোলাইমানের লাশ

সকল