০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১,
`

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় : জামায়াতের আমির

বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সকলেই এক জায়গায় ঐকমত হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, এ ক্ষেত্রে আমরা সিমেন্টের মতো।’

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, পাশের দেশ আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ভূমিকা উস্কানিমূলক, অসহিংস। তারা মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এদেশের জনগণ ও সরকারকে ব্যর্থ করার জন্য অপপ্রয়াস ও অপপ্রচার চালাচ্ছে। আমরা সকলের সম্মিলিতভাবে এর নিন্দা জানিয়েছি।

তিনি বলেন, আমরা সকলেই এক জায়গায় ঐকমত হয়েছি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, এ ক্ষেত্রে আমরা সিমেন্টের মতো। যেমন অতীতে ছিলাম, ৫ আগস্ট এ ছিলাম, ভবিষ্যতে আমাদের এটি অব্যাহত থাকবে।

তিনি সাফ জানিয়ে দেন, চরমপন্থা যে দিক থেকে আসবে, আমরা তাদেরকে ঘৃণা করি, আমরা তাদেরকে প্রশ্রয় দিব না, মেনেও নিব না। এ ব্যাপারে সকলে আমরা একমত হয়েছি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশা করছি, জাতীয় ঐক্যবদ্ধভাবে আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব, চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত আমাদের ঐক্য অটুট থাকবে। চূড়ান্ত সফলতা আসার পরও দেশের জন্য আমাদের অটুট ঐক্য অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement
ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ : উদ্ধারকারী সংস্থা বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে : শফিকুল আলম আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা আনতে মাঠে নামছে বাংলাদেশ ‘শেখ হাসিনা প্যাথলজিক্যাল খুনি’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিলের ঘোষণা আরএসএসের পাবনায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা চ্যালেঞ্জের মধ্যেই আগামী বছর রাজনৈতিক পালাবদল হবে : উপদেষ্টা নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ আইভরি কোস্টে মিনিবাসের সংঘর্ষে নিহত ২৬ নরসিংদীতে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ২ আশুলিয়ায় পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

সকল