০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় : জামায়াতের আমির

বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সকলেই এক জায়গায় ঐকমত হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, এ ক্ষেত্রে আমরা সিমেন্টের মতো।’

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, পাশের দেশ আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ভূমিকা উস্কানিমূলক, অসহিংস। তারা মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এদেশের জনগণ ও সরকারকে ব্যর্থ করার জন্য অপপ্রয়াস ও অপপ্রচার চালাচ্ছে। আমরা সকলের সম্মিলিতভাবে এর নিন্দা জানিয়েছি।

তিনি বলেন, আমরা সকলেই এক জায়গায় ঐকমত হয়েছি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, এ ক্ষেত্রে আমরা সিমেন্টের মতো। যেমন অতীতে ছিলাম, ৫ আগস্ট এ ছিলাম, ভবিষ্যতে আমাদের এটি অব্যাহত থাকবে।

তিনি সাফ জানিয়ে দেন, চরমপন্থা যে দিক থেকে আসবে, আমরা তাদেরকে ঘৃণা করি, আমরা তাদেরকে প্রশ্রয় দিব না, মেনেও নিব না। এ ব্যাপারে সকলে আমরা একমত হয়েছি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশা করছি, জাতীয় ঐক্যবদ্ধভাবে আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব, চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত আমাদের ঐক্য অটুট থাকবে। চূড়ান্ত সফলতা আসার পরও দেশের জন্য আমাদের অটুট ঐক্য অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement
অর্থনৈতিক উন্নয়নে নৈতিক ও কর্মমুখী শিক্ষা গণতন্ত্রে রূপান্তরের আরো কঠিন দুটি ধাপ রয়েছে : মঈন খান সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৯০ জনের নামে মামলা ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য : প্রধান উপদেষ্টা আবারো ইসরাইল ও হামাসের মাঝে মধ্যস্থতা শুরু করবে কাতার বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছেন : হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট অর্থনীতি অনিয়ম দুর্নীতিমুক্ত করতে হবে কমলনগরে চার ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ শাসনব্যবস্থার পুনর্গঠন : অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পথ ভারতীয় বংশোদ্ভূত নবনিযুক্ত এফবিআই প্রধানকে ঘিরে কেন বিতর্ক সিলেট সীমান্তে রয়েল এনফিল্ড বাইকসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সকল