০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১,
`

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় : জামায়াতের আমির

বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সকলেই এক জায়গায় ঐকমত হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, এ ক্ষেত্রে আমরা সিমেন্টের মতো।’

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, পাশের দেশ আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ভূমিকা উস্কানিমূলক, অসহিংস। তারা মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এদেশের জনগণ ও সরকারকে ব্যর্থ করার জন্য অপপ্রয়াস ও অপপ্রচার চালাচ্ছে। আমরা সকলের সম্মিলিতভাবে এর নিন্দা জানিয়েছি।

তিনি বলেন, আমরা সকলেই এক জায়গায় ঐকমত হয়েছি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, এ ক্ষেত্রে আমরা সিমেন্টের মতো। যেমন অতীতে ছিলাম, ৫ আগস্ট এ ছিলাম, ভবিষ্যতে আমাদের এটি অব্যাহত থাকবে।

তিনি সাফ জানিয়ে দেন, চরমপন্থা যে দিক থেকে আসবে, আমরা তাদেরকে ঘৃণা করি, আমরা তাদেরকে প্রশ্রয় দিব না, মেনেও নিব না। এ ব্যাপারে সকলে আমরা একমত হয়েছি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশা করছি, জাতীয় ঐক্যবদ্ধভাবে আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব, চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত আমাদের ঐক্য অটুট থাকবে। চূড়ান্ত সফলতা আসার পরও দেশের জন্য আমাদের অটুট ঐক্য অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement
মতপার্থক্য থাকলেও পরস্পরের শত্রু নই হাসিনাকে ফেরাতে নীলনকশা দিল্লিতে! সিরিয়ার হামা শহর দখলের দ্বারপ্রান্তে বিদ্রোহী যোদ্ধারা রাষ্ট্রপতির সাথে হাইকোর্টের নতুন ২২ বিচারপতির সাক্ষাৎ আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ বড় শিল্পগোষ্ঠী গবেষণায় কোনো অর্থ ব্যয় করে না : অর্থ উপদেষ্টা ট্রাম্প প্রশাসনের সাথে কাজে সমস্যা হবে না এস আলমমুক্ত ৬ ব্যাংকে এলসি খোলার শর্ত প্রত্যাহার ‘বর্ষা বিপ্লব’ বনাম বাংলাদেশ ও ভারতের ক্রমবর্ধমান উত্তেজনা শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা বাংলাদেশবিরোধী গুজব তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার!

সকল