০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১,
`

নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আর ষড়যন্ত্র করার সাহস পাবে না : খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন - ছবি : নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ রোডম্যাপ পেয়ে নির্বাচনমুখী হয়ে গেলে যে সব ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন সে সব ষড়যন্ত্র আর কেউ করার সাহস পাবে না।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের ইস্যু তৈরির বিষয়ে এবং বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আমাদের সহযোগিতা চাওয়ার জন্য প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ এই ডিসেম্বরে লাখো মানুষের শাহাদাতের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছে তা গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি-শৃঙ্খলার জন্য। আজকের এই বিজয়ের মাসে আমাদের সকলের প্রত্যয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দায়িত্ব এই দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমাদের দেশের বিরুদ্ধে পতিত সরকার বিদেশ থেকে যে ষড়যন্ত্র করছে সেই ফ্যাসিস্ট, পতিত সরকারের বিরুদ্ধে সবাই ঐক্যমত পোষণ করেছেন।

এই যে ষড়যন্ত্র এটা বাংলাদেশের জন্যগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্ঠা উল্লেখ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা সরকারের সাথে ঐক্যমত পোষণ করেছি। সকল জনগণ মিলে যেমনিভাবে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে, তাদের এবং তাদের যারা সহযোগিতা করছে তাদের ষড়যন্ত্রকে সেইভাবে এদেশের ছাত্র-জনতা সকলে মিলে মোকাবেলা করবো।


আরো সংবাদ



premium cement
দেশের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো : অর্থ উপদেষ্টা নাগরপুরে উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে মোটরসাইকেলযোগে বিক্ষোভ ভারতকে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ দেয়ার হাসিনা সরকারের সিদ্ধান্ত বাতিল আ’লীগ এবং জাপা দেশের ৫০% জনগণের প্রতিনিধিত্ব করে : জিএম কাদের শিবচর জামায়াতের আমির বেলায়েত, সেক্রেটারি জহির আ’লীগের জন্য বাংলাদেশের মানুষদের বিরুদ্ধে দুশমনী করছে ভারত : রিপন ছাত্রজনতার অভূতপূর্ব বিপ্লব ছিল চব্বিশের আন্দোলন : ছাত্রশিবির সভাপতি ভারত আমদানি-রফতানি বন্ধ করলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে ইন্দুরকানীতে ৪ চেয়ারম্যানসহ ৫৮ আ’লীগ নেতার নামে মামলা জুলাই গণঅভ্যুথানে উত্তরার শহীদদের তালিকা প্রকাশ ইসলামই ছিল পতিত স্বৈরাচারের প্রধান প্রতিপক্ষ : ড. মুহাম্মদ রেজাউল করিম

সকল