ব্যারিস্টার সুমনের জামিনে মুক্তি পাওয়ার গুজব
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪১
গত ২১ অক্টোবর দিবাগত মধ্যরাতে ঢাকার মিরপুর-৬ থেকে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একটি হত্যাচেষ্টা মামলায় পুলিশের হাতে গ্রেফতার হন।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘ব্যারিস্টার সুমন জামিনে বের হয়েছে দেখেন’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এখন পর্যন্ত জামিনে মুক্তি পাননি। বরং জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০২৩ সালের নভেম্বরে ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণার সময়ে ধারণকৃত একটি ভিডিওকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে ব্যারিস্টার সুমনকে একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায়।
বিষয়টি যাচাইয়ে ম্যানুয়ালি অনুসন্ধানের মাধ্যমে মূলধারার গণমাধ্যম সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৩ সালের ২৯ নভেম্বর ‘হাজার হাজার নেতাকর্মী, ভক্ত, সমর্থক নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার সুমন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
ওই পোস্টে উল্লেখিত বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০২৩ সালের নভেম্বরে ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণার সময়ে ধারণকৃত ভিডিও এটি। ওই সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন।
অর্থাৎ এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে ব্যারিস্টার সুমনের জামিন পাওয়া কিংবা কারামুক্ত হওয়ার কোনো সম্পর্ক নেই।
মূলধারার গণমাধ্যম প্রথম আলোর অনলাইন সংস্করণে গত ২১ নভেম্বর হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের প্রিজন ভ্যানে ডিম-জুতা নিক্ষেপ, দুই দিনের রিমান্ড শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ নভেম্বর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সায়েদুল হক সুমন সহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়। গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
এছাড়াও মূলধারার অনলাইন গণমাধ্যম বিডিনিউজ ২৪ এর ওয়েবসাইটে গত ২১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনেও এ বিষয়ে একই তথ্য জানা যায়।
তাছাড়া, গণমাধ্যমের উক্ত প্রতিবেদন প্রকাশের পরবর্তী সময়েও নির্ভরযোগ্য কোনো সূত্রে তার জামিন পাওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং সৈয়দ সায়েদুল হক সুমন সাম্প্রতিক সময়ে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Samakal: ‘হাজার হাজার নেতাকর্মী, ভক্ত, সমর্থক নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার সুমন’
Prothom Alo: হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের প্রিজন ভ্যানে ডিম-জুতা নিক্ষেপ, দুই দিনের রিমান্ড
bdnews24: হবিগঞ্জে ২ দিনের রিমাণ্ডে ব্যারিস্টার সুমন, প্রিজনভ্যানে ছোড়া হল ডিম
Kalerkantho: ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
Rumor Scanner’s Own Analysis