ভারতের সাথে হওয়া সব চুক্তি প্রকাশের দাবি হাসনাত আবদুল্লাহর
- অনলাইন প্রতিবেদক
- ০৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৬, আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৮
ভারত আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘ভারত এতদিন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখেছে, এতে জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, ভারতের জনগণের সাথে আমাদের দেশের জনগণের বিমাতাসুলভ সম্পর্ক নেই।’
ভারতের সাথে সম্পর্ক যেন জনগণের সাথে জনগণের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয় সে বিষয়ে আহ্বান জানান আবদুল্লাহ।
ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে সেগুলো প্রকাশের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা বলেছি, ভারত সরকারের সাথে বিগত ফ্যাসিস্ট সরকারের যে সম্পর্ক ছিল, যে চুক্তিগুলো হয়েছে, সেগুলো যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যাসহ, সীমান্তের সব হত্যার বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। পানির ন্যায্য হিস্যা বাস্তবায়ন করতে হবে। ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক যেন ন্যায্যতার সাথে হয়, তাও নিশ্চিত করার কথা বলেছি।’
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা