০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নির্বাচনের আগে জনগণের আস্থা অর্জন করতে হবে : নজরুল ইসলাম

ময়মনসিংহে দলীয় নেতাকর্মীদের একটি কর্মশালায় নজরুল ইসলাম খান - ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে জয়ী হতে জনগণের আস্থা ও সমর্থন আদায়ে দলীয় নেতাকর্মীদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমরা সবাইকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, প্রতারণার মাধ্যমে ভোটে জয়ের দিন শেষ। এখন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া, ডামি প্রার্থী দিয়ে কিংবা রাতে ভোট দিয়ে নির্বাচনে জেতার কোনো সুযোগ নেই। আমরা বছরের পর বছর লড়াই করে জীবন দিয়ে এটি পরিবর্তন করেছি।

সোমবার (২ ডিসেম্বর) ময়মনসিংহে দলীয় নেতাকর্মীদের একটি কর্মশালায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। ভোটাররা ভয়ভীতি বা বাধা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জনগণকে বোঝানো এবং তাদের মন জয় করে সেই নির্বাচনে আমাদের অবশ্যই জয়ী হতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি বা অবাস্তব বার্তা দিয়ে জনগণকে ধোঁকা দিতে চায় না। এজন্য আমরা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে কিছু রূপরেখা তৈরি করেছি। আমরা আমাদের পরিকল্পনা তৈরি করেছি। যাতে জনগণ বুঝতে পারে যে, আমরা তাদের ভাগ্য পরিবর্তন এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরো বলেন, ‘দল ক্ষমতায় গেলে আমরা কী করতে চাই সে সম্পর্কে জনগণকে ধারণা দিতেই ৩১ দফা রূপরেখা তৈরি করা হয়েছে।’

জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ২৭ দফা প্রস্তাবের আলোকে বামপন্থী, ডানপন্থী ও গণতান্ত্রিক দলগুলো, যারা যুগপৎ আন্দোলন গড়ে তুলেছিল, তাদের সাথে আলোচনা করে এ সংস্কার রূপরেখা প্রণয়ন করা হয়েছে।’

তিনি ব্যাখ্যা করেন যে, ‘তারা প্রথমে তাদের নেতাকর্মীদের কাছে ৩১ দফা রূপরেখা উপস্থাপন করছেন, যাতে তারা এর মূল বার্তাগুলো পুরোপুরি বুঝতে পারেন এবং সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে পারেন।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমাদের নেতাকর্মীরা যদি ভুল বার্তা দেয় এবং জনগণকে বিভ্রান্ত করে তাহলে আমরা জনসমর্থন আদায়ে ব্যর্থ হব।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
চিন্ময়ের ঘটনায় আইনজীবী হত্যা : ৯ জন শ্যোন এরেস্ট, ৮ জনের রিমান্ড কৃষিবিদ গ্রুপ রিয়েল অ্যাস্টেট একক আবাসন মেলার উদ্বোধন বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেয়ার অনুমতি দেয়নি বিটিআরসি চট্টগ্রাম বিভাগীয় ২৯তম হুফফাজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে রিট আগরতলার হাইকমিশনে ভাঙচুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের স্বাধীন সত্তা স্ববিরোধিতায় আবদ্ধ আবরার ফাহাদ র‌্যাগিংয়ের কারণে খুন! ইসকন বটিকায় সর্বনাশা চক্রান্ত আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে এক থাকতে হবে

সকল