‘কুরআনের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজে বৈষম্য থাকবে না’
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ নভেম্বর ২০২৪, ০০:০২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, ‘কুরআনের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজে বৈষম্য থাকবে না।’
সোমবার বিকেল সাড়ে ৩টায় যশোরের বাঘারপাড়ায় প্রেমচরা স্কুল ময়দানে জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে তিনি এ কথা বলেন।
জামায়াতের বাঘারপাড়া থানা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ২ নম্বর বন্দবিলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার আ. রাজ্জাক খান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল আরো বলেন, ‘বাঘারপাড়া সকল ওয়ার্ডে জামায়াতের দূর্গ গড়ে তুলতে হবে।
একইসাথে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের কথা স্মরণ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম।
খাজুরা পুলিশ ফাঁড়ি সহকারী ইনচার্জ এএসআই রাসেদ বলেন, জামায়াতের সকল অনুষ্ঠানে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে জেলা আমির বিগত আওয়ামী লীগ শাসনামলে হওয়া নির্যাতনের কথা তুলে ধরেন।
প্রেস বিজ্ঞপ্তি