২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ

উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার - ছবি : নয়া দিগন্ত

২৪ ও ২৫ নভেম্বর রাজধানী ঢাকায় সংঘটিত ছাত্র সংঘর্ষে প্রায় শতাধিক ছাত্র-শিক্ষক আহত ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদের সংঘর্ষে ২৪ ও ২৫ নভেম্বর প্রায় শতাধিক ছাত্র-শিক্ষক আহত ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত।’

তিনি বলেন, ‘আমরা এ মর্মান্তিক ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। দেশ স্বৈরাচার শাসনের কবল থেকে মুক্ত হওয়ার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। পতিত স্বৈরাচার শক্তি যে গভীর ষড়যন্ত্র করছে উল্লেখিত ছাত্র সংঘর্ষ সে ষড়যন্ত্রেরই অংশ বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আমি সকলকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ছাত্র সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটন করে শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্যও আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমি আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও তাদের শিরগিরই আরোগ্য কামনা করছি। সেইসাথে তাদের সুচকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিবৃতি


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল