২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কাজে আসেনি কর্ণফুলী টানেল : উপদেষ্টা

কাজে আসেনি কর্ণফুলী টানেল : উপদেষ্টা - ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। শুধু ট্রেন নয় সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেয়া হয়নি।

উপদেষ্টা অভিযোগ করে বলেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে যাত্রী নেই গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বিনা প্রয়োজনে বাহারি রেলস্টেশন ও রেললাইন তৈরি করা হয়েছিল।

তিনি বলেন, ১০ হাজার কোটি টাকা ব্যয় করে কর্ণফুলী টানেল নির্মাণ করা হলেও কোনো যানবাহন চলাচল করে না। লোকোমোটিভ (রেল ইঞ্জিন) যাত্রী পরিবহনের ওয়াগন সংগ্রহ করা হয়নি, শুধু অর্থের অপচয় হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, যাত্রীসেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। সড়ক, রেল ও নৌপথের উন্নয়নে সমন্বয় করা দরকার বলেও মনে করেন এই উপদেষ্টা।

পাশাপাশি জনবল সঙ্কট দূর করাসহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তা ভাবনা করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে দ্রুততম সময়ের মধ্যে লোকোমোটিভ ওয়াগন সংগ্রহ সম্ভব নয় উল্লেখ করে অচলগুলো মেরামতে সচল করে কিছুটা হলেও যাত্রীসেবা বাড়ানোর আশা করছেন তিনি।

রেলখাতের সমস্যা দূর করতে এবং সেবা বাড়াতে করণীয় সম্পর্কে (২২ নভেম্বর) শুক্রবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিক কারখানা পরিদর্শন এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন রেল সচিবসহ অন্যান্যরা।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল