১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান করেছে অন্তর্বর্তী সরকার

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া - ছবি : সংগৃহীত

দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার।

রোববার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি-সংক্রান্ত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী এ তথ্য জানান।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। আগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। গত ১০ নভেম্বর আসিফ মাহমুদকে শ্রম মন্ত্রণালয়ের পরিবর্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

যুব ও ক্রীড়া সচিব বলেন, যুব উন্নয়ন অধিদফতরের আওতায় কর্মপ্রত্যাশী যুবাদের সরকারি ও বেসরকারি কর্মে নিয়োজিত এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ২ লাখ ৬৪ হাজার ৮০ জনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ১০০ দিনে ১৯ হাজার ৪৫২ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং বর্তমানে ৫২ হাজার ১১৫ জন যুব প্রশিক্ষণ নিচ্ছেন।

তিনি বলেন, বিগত ১০০ দিনে নতুন কর্মসংস্থান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিপিএসসি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাজস্ব ও প্রকল্প খাতে নতুন মোট ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান করেছে। এর মধ্যে ২ হাজার ৪৬৮ জনকে রাজস্ব খাতে এবং প্রকল্প খাতে (আত্মকর্মী ও উদ্যোক্তা) ৮৩ হাজার ৮০৯ জনের জন্য কর্মসংস্থান করেছে সরকার।

দুই বছরে সরকারিভাবে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান সচিব।

তিনি আরো বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সে মোট সাতটি ব্যাচে ২ হাজার ১০০ জনকে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ৭১০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে ২৩১ জনকে নিয়োগ দেয়া হয়েছে এবং অবশিষ্ট নিয়োগ কর্যক্রম চলমান রয়েছে বলে জানান যুব ও ক্রীড়া সচিব।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
দেশ ও জাতির কল্যাণে যেকোনো ত্যাগ স্বীকারে যুব সমাজকে প্রস্তুত থাকতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন ‘মওলানা ভাসানীই প্রথম স্বাধীন বাংলাদেশের কথা বলেছিলেন’ ডেঙ্গু আক্রান্তে নতুন রেকর্ড, মৃত্যু ৮ ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে বিএনপির প্রতিনিধি দল বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ চলছেই বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ মণিপুর রাজ্য সরকারের খেলাপি ঋণ ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা হাসিনার প্রতি মায়া হলে আর একটা তাজমহল বানান : রিজভী রাশিয়ার বিমান হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভ অঞ্চল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে অত্যাবশ্যকীয় সংস্কার করেই নির্বাচন আয়োজন করব : ড. ইউনূস

সকল