১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘জামায়াত বিভাজন ও বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়’

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভাজন ও বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে পতিত স্বৈরাচারের যেকোনো ষড়যন্ত্র ছাত্র-জনতা শক্তহাতে রুখে দিবে, ইনশাআল্লাহ।

শুক্রবার (১৫ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় শহীদ ও দিনাজপুরের বিরলের বাসিন্দা আসাদুল হক বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ করে তার সদ্যপ্রসূত মেয়ের জন্য দোয়া এবং দিনাজপুরে জামায়াত অফিসে জেলা মজলিসে শূরার পৃথক দু’টি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল হালিম বলেন, ‘যারা তিনটি জাতীয় নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি, সেই পরাজিত শক্তি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার হারিয়েছে। কর্তৃত্ববাদী দল আওয়ামী লীগ সাড়ে ১৫ বছর ক্ষমতা দখলে রেখে জামায়াতের শীর্ষস্থানীয় ১১ জন নেতাকে মিথ্যা ও সাজানো মামলায় ফাঁসিতে ও কারাগারে বন্দি রেখে বিচারের নামে প্রহসন করে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘জামায়াত প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, তবে অন্যায়কারীদের শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। জামায়াতে ইসলামী বিভাজন ও বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়।’

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামীর দায়িত্ব পালন কোনো আনন্দের বিষয় নয় এবং দায়িত্বে আসলে মিষ্টি বিতরণ হয় না। বরং দায়িত্বের গুরুভারের কারণে চোখে পানি চলে আসে। জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নির্বাচনের স্বতন্ত্র বৈশিষ্ট্য এখানেই। আল্লাহকে সাক্ষী রেখে, জবাবদিহিতার অনুভূতি নিয়ে সকলকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সকল দায়িত্বশীলকে পারস্পরিক মধুর ও সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী ও সাংগঠনিক কাজ সমানভাবে আঞ্জাম দিতে হবে।’

দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির প্রিন্সিপাল আনিসুর রহমানের সভাপতিত্বে মজলিসে শূরার অধিবেশনে মুহাদ্দিস এনামুল হককে সেক্রেটারি এবং রাজিবুর রহমান পলাশ ও সাইদুল ইসলাম সৈকতকে সহকারী সেক্রেটারি করে ১৫ সদস্যবিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠন করা হয়। অধিবেশনে জেলা মহিলা বিভাগের সেক্রেটারি ও তিনজন সহকারী সেক্রেটারিসহ ১৫ সদস্যের মহিলা বিভাগীয় কর্মপরিষদও গঠন করা হয়।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান জনাব আফতাব উদ্দীন মোল্লা এবং সাবেক জেলা আমির আনোয়ারুল ইসলাম।

প্রেস রিলিজ


আরো সংবাদ



premium cement
বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত হারিয়ে যাওয়ার ২৫ বছর পর জাহানারাকে খুঁজে পেল পরিবার এইডসে আক্রান্ত হয়ে প্রতি বছর নাইজেরিয়ায় মারা যাচ্ছে ১৫ হাজার মানুষ দিল্লির পক্ষে নয়, গণঅভ্যুত্থানের পক্ষে সাংবাদিকতা নিশ্চিত করতে হবে : মাহমুদুর রহমান শিক্ষানীতি ও শিক্ষা প্রশাসনে সংস্কার অন্তর্বর্তীর অধ্যাদেশ কি আবশ্যক চাঁদের দূরবর্তী অংশের অজানা তথ্য দিলেন বিজ্ঞানীরা বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে আ’লীগের বিচার দাবি জাতীয় নাগরিক কমিটির

সকল