১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

‘শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না’
আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তা করার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবী সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির আহ্বানে এ প্রতিবাদ সভা ও আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন বলেছেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের পর স্বৈরাচার শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছেন, তিনি আর দেশে ফিরতে পারবেন না।’

জয়নুল আবেদীন বলেন, ‘সাধারণ জনগণ শেখ হাসিনাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। তিনি চিরদিনের জন্য পালিয়ে গেছেন। বাংলাদেশের মানুষ আর আপনাকে এদেশে ফিরতে দেবে না। আপনি যদি ফিরে আসার চেষ্টা করেন তাহলে মানুষ গণভবন যেভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে, তেমনি আপনাকেও টুকরো টুকরো করবে। কোনো অবস্থাতেই আপনি ফিরে আসার চেষ্টা করবেন না।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। তাকে হামলা করে আপনারা মনে করবেন না সরকার ভয় পেয়ে গেছে। আসিফ নজরুলের উপর হামলার কারণে সারাদেশের, তার ছাত্র সমাজ.. আজকে দেখেন আইনজীবীরাও জেগে উঠেছে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম নেতা গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, আবদুল্লাহ আল মাহবুব, গাজী তৈহিদুল ইসলাম, মাহবুবুর রহমান খান, ফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো: মাকসুদ উল্লাহ, সহ-অর্থ সম্পাদক আনিসুর রহমান রায়হান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে জনতার হাতে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক হাজী মোহাম্মদ সেলিমের ছেলে সোলাইমান সেলিম কারাগারে জেনেভায় আসিফ নজরুলের সাথে ‘অশোভন আচরণের’ নিন্দা সুপ্রিমকোর্ট বারের কিশোরগঞ্জে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সাথে ব্রাজিলের সেকেন্ড লেডির বৈঠক দুই উপদেষ্টার অপসারণসহ ১২ দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেই বাজার করি, চাপে আছি : খাদ্য উপদেষ্টা পাবনায় তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষার্থী নিহত বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী আজারবাইজান গত এক সপ্তাহে হিজবুল্লাহর ২০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

সকল