০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্যাম্পাসে ছাত্রদলের পোস্টার লাগানোর প্রতিবাদ ঢাবি শিক্ষার্থীদের

ক্যাম্পাসে ছাত্রদলের পোস্টার লাগানোর প্রতিবাদে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা - ছবি : ইউএনবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পোস্টারে লাগানোর প্রতিবাদে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বুধবার রাত সাড়ে ৯টায় বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা প্রথমে একটি প্রতিবাদ সমাবেশ বের করেন এবং পরে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, হাজী মুহম্মদ মুহসীন হল এবং অন্যান্য হল থেকে শিক্ষার্থীরা যোগ দেন।

একই দিন রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিজয় একাত্তর হল পরিদর্শন করেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা অমান্য করে ছাত্রদলের রাজনৈতিক প্রচারের প্রতিবাদে ক্যাম্পাসজুড়ে মিছিল করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘দেয়ালে পোস্টার, সামনে দুর্ভাগ্য’, ‘এখানে ছাত্র রাজনীতির কোনো স্থান নেই’, ‘২০২৪, আর ছাত্ররাজনীতি নয়’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ না ছাত্রদলের পোস্টার হলের দেয়াল থেকে সরিয়ে না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনকারী মীর মুহাম্মদ আসিফ বলেন, ‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদল এখানে পোস্টার লাগিয়েছে। তারা হলগুলোতে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। এটা রোধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোসাদ্দিক আলী বলেন, ‘সিন্ডিকেট সাময়িকভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে। বেশিভাগ শিক্ষার্থী হলগুলোতে রাজনীতি সমর্থন করে না। নিষেধাজ্ঞা সত্ত্বেও কোনো রাজনৈতিক দল কিভাবে হলগুলোতে পোস্টার লাগাতে পারে?’

বিক্ষোভকারীরা আরো দাবি করেন, পোস্টার ছিঁড়ে ফেললে শিক্ষার্থীদের হুমকি দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পোস্টার প্রচারের বিরোধিতা করায় অনলাইন ও অফলাইনে শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এখনো ছাত্র রাজনীতির চূড়ান্ত রূপরেখা তৈরি করতে পারিনি। ৭ নভেম্বর উদযাপন বা জিয়াউর রহমানকে নিয়ে পোস্টার নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। পোস্টার সরিয়ে ফেললে ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হবে। আমরা আরো আলোচনা করব এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেব।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
চীনের পথে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে মিরসরাইয়ের বাওয়াছড়া লেক যশোরে জামায়াত নেতা সজল হত্যার ঘটনায় গ্রেফতার ৫ আমরা একে অপরের ভাই, মিলেমিশে থাকা উচিত : আদালতে আমু মরিশাস ভ্রমণে বাংলাদেশীদের জন্য বিশেষ অফার ঘোষণা এমিরেটস হলিডেজ’র রেজওয়ানা বন্যার প্রতিষ্ঠানের জমির বরাদ্দ বাতিল সালমানের পর এবার শাহরুখ খানকে হত্যার হুমকি নিজের অপকর্মের কারণে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে : দুলু কুইক রেন্টালে দায়মুক্তির বিধানের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রায় ১৪ নভেম্বর বিক্রির চাপ বেশি সত্ত্বেও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন ডিএসইতে বরিশালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত

সকল