৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

‘সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে’

সেন্টমার্টিন দ্বীপ - ছবি : সংগৃহীত

কয়েকটি মিডিয়া আউটলেট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নজরে এসেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার (৩০ অক্টোবর) ফেসবুক পেজে একটি পোস্ট দেন।

পোস্টে বলা হয়, এসব খবর ও পোস্ট বানোয়াট ও ভিত্তিহীন। সেন্টমার্টিন দ্বীপ কোনো বিদেশী দেশ কিংবা বিদেশী অথবা স্থানীয় কোম্পানিকে ইজারা দেয়ার কোনো ইচ্ছা বাংলাদেশ সরকারের নেই।

পোস্টে আরো বলা হয়, সেন্টমার্টিনের বাস্তুসংস্থান সংরক্ষণের জন্য সম্প্রতি দ্বীপটিতে ভ্রমণের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করার কখা উল্লেখ করে এতে বলা হয়, সেন্টমার্টিন একটি ভঙ্গুর প্রবাল দ্বীপ, যা পর্যটকদের অনিয়ন্ত্রিত চলাচল ও বসবাসের কারণে পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিনের বিরল উদ্ভিদ, প্রাণীজগত ও জলজ জীবন সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement