১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩০, ১৫ রবিউস সানি ১৪৪৬
`

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছে ছাত্রশিবির : মঞ্জুরুল ইসলাম

- ছবি : নয়া দিগন্ত

ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

শনিবার রাজধানীর সেগুন বাগিচায় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

২৪-এর ছাত্র-জনতার বিপ্লবের পরেও জাতিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলমান জানিয়ে মঞ্জরুল ইসলাম বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গুম-খুন করা হয়। ছাত্র শিবিরের নেতা-কর্মীদের ছাত্রত্ব বাতিল করা হয়।’

জাতির যেকোনো দুর্যোগে ছাত্রশিবির সবার আগে এগিয়ে এসেছে জানিয়ে মঞ্জরুল ইসলাম বলেন, ‘ইসলামি ছাত্রশিবিরসহ অনেক ছাত্র সংগঠনকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার সুযোগ দেয়া হয়নি।’

তিনি বলেন, ছাত্রশিবির চায় ছাত্র সংসদের নির্বাচনের মধ্যে দিয়ে সুস্থ রাজনৈতিক ধারা তৈরি হোক। কোনো দলীয় লেজুড়বৃত্তি চায় না ক্যাম্পাসগুলোতে, কোনো গেস্টরুম কালচার চায় না ছাত্রশিবির। আমরা চায় সকল ছাত্র সংগঠনের ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত হোক। যারা এত দিন ক্যাম্পাসে সহাবস্থানের অধিকার পায়নি,তাদের অধিকার ফিরিয়ে দেয়া হোক।’

প্রশ্নের জবাবে মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এ সংগঠনে সিন্ডিকেটের কোনো জায়গা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে কেন নেতৃত্বে আসছে না? রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বেশি হয়, এটা যৌক্তিক মনে করি না। আপনারা (সাংবাদিকরা) দোয়া করবেন, যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেশি বেশি নেতৃত্বে বের হয় ছাত্রশিবিরের। আমাদের সব ক্যাম্পাসে নেতৃত্ব আছে।’

তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতের মধ্য দিয়ে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ চায়, শিক্ষাঙ্গনের সংস্কার চায়।’

তিনি বলেন, ‘শিক্ষক রাজনীতির ক্ষেত্রে মুক্ত শিক্ষকরা ছাত্রদের পেছনে সময় দিক। সকল মতের মানুষের মতো তারাও অবস্থান নিক। যেমন ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষকরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল। আসুন আমরা সবাই মিলে স্বাধীন ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ইসলামী ছাত্রশিবির কাজ করে। এ ক্ষেত্রে মিডিয়া কাছে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।’

মতবিনিময় সভায় দৈনিক নয়া দিগন্তের অনলাইন এডিটর হাসান শরীফ, প্রতিদিনের বাংলাদেশ ডেপুটি চিফ ও সাংবাদিক নেতা বাছির জামালসহ বিভিন্ন গণমাধ্যমের উপস্থিত সাংবাদিকরা মতামত বিনিময় ও প্রশ্ন রাখেন।

ইসলামী ছাত্রশিবিরের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই, এ ছাড়া অনেক অস্পস্ট বিষয়গুলো স্পষ্ট এবং ভূমিকা নিয়ে প্রশ্ন রাখেন সাংবাদিকরা। সে প্রশ্ন ও মতামতগুলো গ্রহণ করেছে ছাত্রশিবির এমন মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।


আরো সংবাদ



premium cement