০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

‘আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ’

জাতীয় সিরাত উদযাপন কমিটির সাথে মতবিনিময়ে অপর্ণা রায় - ছবি : নয়া দিগন্ত

আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। ৫ আগস্টের বিজয়ের পর নতুন বাংলাদেশের সূচনা এ বার্তা বহন করে বলে মন্তব্য করেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও শ্রী শ্রী রমনা কালী মন্দিরের সভাপতি শ্রীমতি অপর্ণা রায় দাস।

তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই অংশ নিয়েছিল এবং প্রাণও দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে বিজয় পতাকা উড়েছিল। তাই এদেশে সব ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর জনগণের বসবাস করার অধিকারও সমান।

শুক্রবার (৪ অক্টোবর) জাতীয় সিরাত উদযাপন কমিটির সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

সম্প্রীতির বার্তা নিয়ে জাতীয় সিরাত উদযাপন কমিটির মহাসচিব ড. প্রফেসর খলিলুর রহমান মাদানীর নেতৃত্বে নেতারা শ্রী শ্রী রমনা কালী মন্দির পরিদর্শনে আসেন।

তারা মন্দিরের সভাপতি শ্রীমতি অপর্ণা রায় দাসসহ মন্দিরের অন্যান্য সদস্যদের সাথে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার কথা জানান।


আরো সংবাদ



premium cement