২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

হাসিনার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে আর কেউ ফ্যাসিবাদী না হয় : রিজভী

গণমাধ্যমের সাথে কথা বলছেন রিজভী - ছবি : নয়া দিগন্ত

ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে গিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম-খুনের জননী আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যাতে পরবর্তী সময়ে আর কোনো রাজনৈতিক দল জনগণের ওপর অত্যাচার করে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাঙ্গ-পাঙ্গরা অর্থাৎ সুবিধাবাদীরা এখনো বিদায় নেয়নি, প্রশাসনের অনেক জায়গায় এরা আছে। অনেক সচিবসহ কর্মকর্তারা শেখ হাসিনার জন্য কাজ করেছে। এখনো তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি, নাশকতা করার চেষ্টা করছে। তাদের বিষয়ে ব্যবস্থা নিন।’

ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে সংসদ, উপজেলা ও পৌর নির্বাচন বিলুপ্ত হলেও এখনো কেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বহাল আছে এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘এরাই তো আওয়ামী লীগের সাঙ্গ-পাঙ্গ। এদের দিয়েই গণতন্ত্রের আন্দোলনকারীদেরকে হত্যা করেছে। এরা কেউ নির্বাচিত নয়, শেখ হাসিনা সিলেকশন করে তাদের নাম দিয়েছে। তাহলে সেই ইউপি চেয়ারম্যানরা আজও টিকে আছে কি করে? এরা তো শেখ হাসিনার ভিত্তি হিসেবে রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে শুধু ঢাকায় যে মারা গেছে তা নয়, গ্রামে-গঞ্জেও মারা গেছে। গ্রামে ইউপি চেয়ারম্যানরা পুলিশের ছত্রছায়ায় আমাদের নেতাকর্মীদেরকে গুলি করেছে। তারা (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) কি করে এখনো থাকে?’

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তৃণমূলে আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে চায় অভিযোগ করে অবিলম্বে এদের পদ বিলুপ্ত করে বাতিল করার আহ্বান জানান রিজভী।

স্বৈরাচার শেখ হাসিনার টাকা পাচারের কথা ফিরিস্তি তুলে ধরে রিজভী বলেন, দেশের টাকা তো শেখ হাসিনার না। কিন্তু তিনি অবাধে লুট করে বিদেশে পাচার করেছেন। শেখ হাসিনার আমলে ১৭ লাখ ৬০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। তার পরিবারের আত্মীয়-স্বজন, এমপি-মন্ত্রী এবং তার ব্যবসায়ীরা এর সাথে জড়িত।

এস আলমের (এস আলম গ্রুপ) কাজের মেয়ের অ্যাকাউন্টে ১ কোটি টাকা এবং কাজের মেয়ের স্বামীকে একটি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার করা হয়েছে এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করে রিজভী বলেন, ‘শেখ হাসিনা এস আলমকে দিয়ে বিদেশে টাকা পাচার করেছে। একের পর এক মিডিয়া এবং ব্যাংক এস আলমকে দিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা সরকার।’


আরো সংবাদ



premium cement
তোফাজ্জল হত্যা : ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার কুমিল্লা-১০ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে : ইয়াছিন আরাফাত চুয়াডাঙ্গায় মাদক কারবারে বাধা দেয়ায় ৪ জনকে কুপিয়ে জখম সুইসাইড নোটে ঋণের কথা লিখে বিমানকর্মকর্তার আত্মহত্যা যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম রেকর্ড ২৬০৯ ডলার ছাড়িয়েছে আলেমদের সাথে জুলুম করার কারণে আ’লীগের এই পরিণতি হয়েছে : আব্দুল হালিম এক বছরের মধ্যে লেবাননে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরাইলের ৭২ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস ঢাবিতে ‘দলীয় রাজনীতি’ বন্ধ হলে সমন্বয়করা কি কার্যক্রম চালাতে পারবে? শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের বিষয়ে যা জানা যাচ্ছে

সকল