কবি আল মাহমুদের স্মৃতিচারণ (ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১২, আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৯
অনন্তকালের যাত্রী হয়ে চলে গেছেন কবি আল মাহমুদ। কবিতার চরণে করা প্রত্যাশার মতোই শুক্রবারে সাড়া দিয়েছেন মহান স্রষ্টার ডাকে।
বাংলাদেশের অন্যতম প্রধান এই কবি রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টার কিছু পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল মাহমুদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোনালী কাবিনের কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্ম গ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।
কবিকে নিয়ে স্মৃতিচারণ করেছেন কবি ও গবেষক জামশেদ ওয়াজেদ।
দেখুন ভিডিওতে:
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা