১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফুটবলের যুদ্ধ

-

বিশ্বজুড়ে শুরু হলো
ফুটবলের এক যুদ্ধ,
দৃষ্টি সবার রাশিয়াতে
যুবক বুড়ো শুদ্ধ।

দেশে দেশে ছড়িয়ে গেছে
বিশ্বকাপের জ্বর,
পক্ষ কারো আর্জেন্টিনায়,
কেউবা ব্রাজিল ভর।

মেসি, নেইমার, রোনালদো এই
যুদ্ধে সেনাপতি,
ভক্তরা সব ঘুম ছেড়েছে
দৃষ্টি তাদের প্রতি।

সোনারকাপ যুদ্ধে এবার
বত্রিশটি দল,
দেড় ঘন্টার তাদের নাচায়
প্রাণহীন এক বল।

মাথার বুদ্ধি, পা'র যাদু
লড়াইয়ের কৌশল,
জয়ের জন্য প্রতিপক্ষের
জালে জড়াও বল।

হাজার মাইল দূরে চলছে
ফুটবলের এই যুদ্ধ,
খেলোয়াড়রা ভুল করছে
দর্শকরা হয় ক্ষুব্ধ।

দেড় ঘন্টার এই যুদ্ধে
কেউ করেছে ভুল,
গোল বুলেট বিঁধবে জালে
গুনবে সে মাশুল।


আরো সংবাদ



premium cement