১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রেরণার ফুল নজরুল

-

লাখ কোটি সালাম তোমায়
কবি কাজী নজরুল,
শুধু বাংলার নয়, বিশ^জগতের
প্রেরণার এক ফুল।

তোমার আগমনে এধরা আজ
ধন্য নবপূণ্য ভুমি,
মুসলিমজাহান জাগ্রত করেছ
তোমার কবিতায় তুমি।

চলার পথে সাহস দিয়েছে
তোমার কবিতা ও গান,
হিন্দু ধর্মের পূজার শুরুটা
তোমারই দেয়া দান।

তোমার কবিতা, গানের মাঝে
আছে কত উপদেশ,
গেয়ে যায় গান, কবিতা বয়ান
ওখানেই সব শেষ।

এ জাতি তোমায় দেয়নি কিছূ
বোঝেনি কে নজরুল?
বিদ্রোহী কবি, গানের কবি,
তুমি বাংলার বুলবুল।

 


আরো সংবাদ



premium cement