১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গুটি গুটি পায়ে মায়ের সাথে পথ পাড়ি দিলো ভাল্লুক ছানারা (ভিডিও)

সারি বেধে মায়ের সাথে পথ পাড়ি দিচ্ছে ভাল্লুক ছানারা - সংগৃহীত

এই পৃথিবীতে সবচেয়ে আপন কে? কোন মানুষটি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারেন? উত্তরটা খুব ছোট, তিনি 'মা'। মমতাময়ী মা। যার আঁচলের নিচে সন্তান নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করে। যার হাত ধরে কঠিন পথ পাড়ি দেয় সন্তান। সম্প্রতি ভাল্লুক পরিবারের এমনই একটি ভিডিও নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। যেখানে একটি ভাল্লুক মা তার সন্তানদের খুব সাবধানে রাস্তা পার করাচ্ছে।

রোববার সকালে ৩৮ সেকেন্ডের এ ভিডিওটি টুইটারে পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের পারভীন কাসওয়ান নামের এক কর্মকর্তা। ক্যাপশনে তিনি লিখেছেন, ওই ভাল্লুক মা জানে কীভাবে রাস্তা পার হতে হয়। নিজের ছোট ছোট সন্তানদের সেটাই হাতে-কলমে শেখাচ্ছে মা।

তবে এই ঘটনা কোথায় ঘটেছে- সেটা জানাতে পারেননি তিনি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মা ভাল্লুকটি রাস্তার ধারে দাঁড়িয়ে সন্তানদের জন্য অপেক্ষা করছে। তারপর সব সন্তান একসাথে জড়ো হলে, তাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে রাস্তা পার করাচ্ছে।

ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই আট হাজার লোক সেটি দেখেন। আর পছন্দ করেন প্রায় দেড় হাজার মানুষ।

হৃদয়ছোঁয়া এই ভিডিও পোস্ট করার জন্য ওই পারভীন কাসওয়ানকে ধন্যবাদ জানিয়ে একজন লেখেন, অসাধারণ সুন্দর একটি দৃশ্য। আমার দিনটাই ভাল করে দিলো।

অন্য আরেকজন লেখেন, স্যার আপনার ভিডিওটি সত্যি আমাদের অনুপ্রেরণা দিচ্ছে। পশুদের প্রতি আমাদের ভালবাসাও দিন দিন বাড়ছে।

আরেকজনের মন্তব্য করেছেন, মা হলেন সবচেয়ে ভাল শিক্ষক।

দেখুন সেই ভিডিও-


আরো সংবাদ



premium cement
এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত অস্ট্রিয়ার কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী জলবায়ু ক্ষতিপূরণের অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি প্লানটেশন সেক্টরে একাধিক শর্তে কর্মী নেবে মালয়েশিয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধি বিবেচনায় ঋণ মান কমিয়েছে মুডিস আ’লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য : ডা: শফিক বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে হবে : তারেক রহমান

সকল