০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

চাকরির দরকার নেই, মেয়েকে মাসে ৬০ হাজার বেতন দেবেন মা-বাবা!

চাকরির দরকার নেই, মেয়েকে মাসে ৬০ হাজার বেতন দেবেন মা-বাবা! - ছবি : সংগ্রহ

অফিসের চাপে মা-বাবার দেখভাল করতে পারছিলেন না। দিনকে দিন কাজ বাড়ছিল বৈ কমছিল না। এই অবস্থায় ‘ফুলটাইম কন্যা’ হতে, বাবা ও মায়ের প্রতি সন্তানের দায়িত্ব পালনে চাকরিই ছেড়ে দিলেন চীনের এক তরুণী। এখানেও অবশ্য অভিনব ঘটনার শেষ হচ্ছে না, পিতামাতার প্রতি কর্তব্যপালনে বেতনও পাচ্ছেন তিনি। বেতন দিচ্ছেন তার মা-বাবাই। অর্থাৎ সংস্থার চাকরি ছেড়ে পরিবারের চাকরিতে যোগ দিলেন তরুণী।

সাইথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ৪০ বছরের তরুণীর নাম নিয়ানান। দীর্ঘ ১৫ বছর একটি সংস্থায় কর্মরত তিনি। ২০২২ সালে কর্মক্ষেত্রে বেশ কিছু বদল আসে। এর ফলে তার কাজের চাপ আরো বেড়ে যায়। যার পর অফিসে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল। সেকথা জেনে তরুণীর পাশে দাঁড়ান তার বাবা-মা। তারা বলেন, 'কেন তুমি চাকরি ছেড়ে দিচ্ছ না? আমরা তোমার আর্থিক দায়িত্ব নেব।'

এর পর সত্যিই চাকরি ছেড়ে দেন তরুণী। বদলে মা ও বাবার সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠেন। এর জন্য অভিভাবকের থেকে বেতনও পাচ্ছেন। তা নেহাত কম নয়। চীনা মুদ্রায় প্রতিমাসে চার হাজার ইউনান। অর্থাৎ কিনা প্রায় ৬০ হাজার টাকা। পেনশন থেকেই মেয়েকে এই অর্থ দিচ্ছেন মা-বাবা। অপরপক্ষে তরুণীও সারাক্ষণ কাছে কাছে থাকছেন। শরীর ভালো রাখতে সকালে মা-বাবার সাথে নাচ করেন একঘণ্টা নিয়ানান। মাঝেমাঝে একসাথে দোকানে বাজারে যান। বাবার সাথে রান্না করেন। মা-বাবার গাড়ির চালকও তিনি। মাসে একবার সকলে মিলে ঘুরতেও যাওয়ারও বন্দোবস্ত করেন তরুণী।

নিয়ানানের বক্তব্য, সব ভালোই চলছে। তবে আরো বেশি অর্থ উপার্জনের নেশা কাটানোই প্রকৃত চ্যালেঞ্জ। বাবা-মা অবশ্য জানিয়েছেন, 'তুমি যদি ভালো চাকরি পাও, তবে তা করতেই পারো। কাজ করতে না চাইলে বাড়িতে থাকো। আমাদের সময় দাও।'
অভিনব ঘটনা জেনে নেটিজেনদের বক্তব্য, 'নিয়ানান ভাগ্যবান। এমন মা-বাবা কয়জন পায়।'

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়ার সংসদে সামরিক আইন রোধে ভোট বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন জামায়াত আমির ভারতের সাথে হওয়া সব চুক্তি প্রকাশের দাবি হাসনাত আবদুল্লাহর এরা সিনিয়র দলকেও বিশ্বকাপে নিতে পারবে : কোচ শুভ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে জাতিসঙ্ঘের গোয়েন লুইসের সাক্ষাৎ বিপিএল থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : সেনাপ্রধান এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা

সকল