‘কায়েদে আজম জিন্নাহ আমাদের মহান নেতা, কিন্তু জাতির পিতা নন’
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৩
গত ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে কায়েদে আজম মুহাম্মদ আলি জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবাব সলিমুল্লাহ একাডেমি কর্তৃক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কায়েদে আজম জিন্নাহকে তৎকালীন ভারতবর্ষের নয় কোটি মুসলমান ও ছয় কোটি তফসিলিদের একক ও অবিসংবাদিত নেতা হিসেবে উল্লেখ করে বক্তারা এই ভূখণ্ডের জন্য তার অবদান সম্পর্কে স্বতস্ফূর্তভাবে বিস্তৃত আলোচনা করেন। কিন্তু কয়েকজন বক্তার ভাষাগত ভিন্নতা ও বর্ণনাগত জটিলতা থাকায় জনসাধারণের মনে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে তারা যা বলতে চেয়েছেন তার ভুল বিশ্লেষণ করা হয়েছে বিভিন্ন দেশী ও বিদেশী সংবাদমাধ্যমে। বলাবাহুল্য, ওই সেমিনারের কোনো বক্তাই বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ববিরোধী কিংবা সংবিধান পরিপন্থী কোনো কথাই বলেননি।
নবাব সলিমুল্লাহ একাডেমির এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে মুহাম্মদ আলি জিন্নাহ আমাদের কাছে কায়েদে আজম তথা মহান নেতা হিসেবেই পরিগণিত এবং শ্রদ্ধার পাত্র, তিনি কোনোক্রমেই আমাদের বাবায়ে কওম কিংবা জাতির পিতা নন। হ্যাঁ, যদি কেউ ব্যক্তিগতভাবে তার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে কিছু অতিরঞ্জিত কথা বলে থাকেন, তবে সেটা তাদের একান্তই ব্যক্তিগত অভিমত, তার সাথে নবাব সলিমুল্লাহ একাডেমি সহমত পোষণ করছে না।’
এতে আরো বলা হয়, ‘আমরা কায়েদে আজম জিন্নাহর স্মরণে শুধু একটি সেমিনারের আয়োজন করেছি বৈ ভিন্ন কিছুই নয়। যেসকল দেশী-বিদেশী সংবাদমাধ্যম আমাদেরকে নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য যে ওই সেমিনারের আয়োজক আমরা সকলেই বাংলাদেশী এবং আমরা এই পরিচয়েই গর্বিত।’
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা