২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য : ড. ইফতেখারুজ্জামান

বক্তব্য রাখছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান - ছবি : সংগৃহীত

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন 'নতুন বাংলাদেশর অভীষ্ট অর্জন করতে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য। আন্দোলনের মূলধারা থেকে এর নেতৃত্ব বিকশিত হবে, যার প্রতি আন্দোলনে অংশগ্রহনকারী এ দেশের সকল ছাত্র-জনতার সক্রিয় ও স্বতস্ফুর্ত সমর্থন থাকবে বলে মনে করি।' 

রোববার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত 'নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন : তরুণদের প্রত্যাশা' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

টিআইবির ধানমন্ডিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ ও আরিফ সোহেল, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন; সামান্তা শারমিন, মুখপাত্র, আরিফুল ইসলাম আদীব, সদস্য, জাতীয় নাগরিক কমিটি।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফারাবি হাফিজ, উপস্থাপক ও গণমাধ্যমকর্মী; সাদাত হোসাইন, তরুণ কথাসাহিত্যিক; শিমু নাসের, গণমাধ্যমকর্মী ও রম্যলেখক। এ ছাড়া ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিআইবির অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন মাধ্যমে কর্মরত তরুণ পেশাজীবীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 'যারা ক্ষমতায় যান তাদের জনগণ বিশ্বাস করতে চান না, কারণ অতীতের অভিজ্ঞতা তাদের ভালো নয়। আমাদেরকেও তারা সন্দেহের চোখে দেখছেন। এক্ষেত্রে জনগণের দোষ নাই। আন্দোলনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে, তারাও এমনি করবে কি-না সেটিকেও অনেক ক্ষেত্রে প্রশ্ন করা হচ্ছে। বিগত সরকারের আমলে প্রশ্ন করার এক ধরনের বিনিময় মূল্য ছিল। কিন্তু আমাদেরকে প্রশ্ন করায় কোনো বিনিময় মূল্য নেই। আমাদের পক্ষের প্রশ্নের জন্য কেউ প্লট, ফ্ল্যাট বা বিশেষ কোনো সুবিধা পাবেন না। আমাদেরকে প্রশ্ন করবেন এর মধ্য দিয়ে সংশোধন হবো, সংস্কার ত্বরান্বিত হবে। আমাদের পক্ষের মতামতের তুলনায় যারা আমাদের সাথে দ্বিমত পোষণ করছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা দ্বিগুণ জরুরি। আমাদের প্রতি আস্থা রাখুন।'

আরেক সমন্বয়ক আরিফ সোহেল বলেন, সাম্য, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে এই আন্দোলন। ১৯৪৭ বা ১৯৭১ এ আমাদের পতাকা পরিবর্তিত হয়েছে, স্বাধীনতা অর্জিত হয়নি। কারণ এর পরবর্তী সকল শাসকের মধ্যেই স্বৈরশাসনের উপাদান ছিল। এ দেশের জনগণ যারা সবসময় শাসকদের মিথ্যা ভাষ্যের বিপক্ষে লড়াই করেছে, তাদের ভাষাকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি। আমরা মনে করি ২০২৪ এর আন্দোলনের মাধ্যমে জনগণের প্রতিবাদের ভাষা তৈরি হয়েছে, যা ২০১৮ তে সম্ভব হয়নি। জনগণের ভাষায় আমরা কথা বলতে পেরেছি বলেই স্বৈরাচারকে সরিয়ে দিতে পেরেছি।'

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, 'নতুন বাংলাদেশ তরুণদের মধ্যে অনেক আশা-আকাঙক্ষার জন্ম দিয়েছে। এই নতুন বাংলাদেশ বির্নিমাণে গণ-আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে। সবসময় বলা হয়েছে জনগণ ক্ষমতার উৎস, কিন্তু বাস্তবে সেটির প্রতিফলন ঘটেনি। রাষ্ট্রকাঠামো সংস্কারে বাংলাদেশের সকল জনগণের অংশগ্রহণ নিশ্চিতে প্রয়োজনে গ্রামীণ পর্যায়ে, গ্রামীণ আবহে ও অঞ্চলে আলোচনার ব্যবস্থা করতে হবে।'

জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের মানবিক মর্যাদা নিশ্চিত করা। সকলে যেন যথাযথভাবে বেঁচে থাকার অধিকার পায়। সামাজিক ন্যায় বিচার পায়। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের কাজ হলো জনগণকে নিরাপত্তা দেওয়া কিন্তু অতীতে রাষ্ট্রযন্ত্র নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।'

তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইন বলেন, 'নতুন বাংলাদেশ বিনির্মাণে টেকসই গণতন্ত্র প্রয়োজন। শুধুমাত্র নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্র নিশ্চিত হয় না। স্বৈরাচার সরকার দু'টি বিষয়ে গুরুত্ব দেয়, এক. অবকাঠামোগত উন্নয়ন দুই. শিক্ষাব্যবস্থা ধ্বংসের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক উন্নতিকে অবহেলা করা। শিক্ষাখাতকে এমনভাবে সাজানো হয়, যাতে সাধারণ জনগণ রাষ্ট্রের পলিসি নিয়ে প্রশ্ন করার যোগ্যতা হারায়। তাই বুদ্ধিবৃত্তিক চর্চা ও শুভবোধকে সংহত করা ব্যতিরেকে গণতন্ত্র সংহত করা সম্ভব নয়।'

গণমাধ্যমকর্মী ও রম্য লেখক শিমু নাসের বলেন, 'নতুন বাংলাদেশে কারো কাজের সমালোচনার জন্য কাউকে যেন সরকারি বাহিনীর নিপীড়নের ভয় পেতে না হয়। গত ১০-১৫ বছরে রাজনৈতিক কার্টুন বিলুপ্ত করে শিল্পীদের বাকস্বাধীনতা খর্ব করেছে। আমরা যেন নির্ভয়ে সমালোচনা করতে পারি। প্রান্তিক জনগোষ্ঠীরা এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন, তারা কেমন বাংলাদেশ চান তা আমরা শুনছি না। আমি মনে করি নতুন বাংলাদেশের আইন ও শাসনকাঠামো সকলের কথা ভেবেই প্রণীত বা সংশোধিত হওয়া উচিত।'

উপস্থাপক ও গণমাধ্যমকর্মী ফারাবি হাফিজ বলেন, 'মানুষের মধ্যে হতাশা দেখতে পাচ্ছি, অথচ রক্তের দাগ শুকায় নাই। তাই বলে আমরা রাজশাহীর ঘটনাও মেনে নিতে পারি না। 'নতুন বাংলাদেশে' এ জাতীয় প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের কোনো সুযোগ নাই।'

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আবার প্রতিবাদ ডুমুরিয়ায় স্কুলছাত্রের মৃত্যু : প্রেমিকার ২ মামা আটক সিরিয়ায় বাশারের পতনে বিদ্রোহের আশঙ্কায় দিন গুনছে সিসি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে : জামায়াত আমির মেহেরপুরে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে সচিবালয়ে অগ্নিকাণ্ড : সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি দাবি মির্জা ফখরুলের ‘বাংলাদেশী’ সন্দেহে হয়রানির শিকার ভারতের বাংলাভাষীরা সচিবালয়ে আগুনের কারণ এখনো জানা যায়নি : ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিশ বছরে বৈশাখী টেলিভিশন জামায়াতই গণমানুষের কাছে পরিক্ষিত শক্তি : মোহাম্মদ সেলিম উদ্দিন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ১ যুবক নিহত

সকল