ভারত সতর্কবার্তা ছাড়া বাঁধের পানি ছেড়ে বাংলাদেশীদের গণহত্যা করতে চায় : সবুজ আন্দোলন
- নিজস্ব প্রতিবেদক
- ২১ আগস্ট ২০২৪, ২১:০৪, আপডেট: ২১ আগস্ট ২০২৪, ২১:০৪
ভারত সতর্কবার্তা ছাড়া বাঁধের পানি ছেড়ে বাংলাদেশে গণহত্যা চালাতে চাচ্ছে বলে মন্তব্য করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন।
বুধবার এক সভায় এ মন্তব্য করে সংগঠনটি।
সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পী সরদার বলেন, ‘বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শুরু হয়ে যেসব নদী দুই বা ততধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় সে সব নদীগুলোকে আন্তর্জাতিক নদী বলা হয়। ১৯৯৭ সালের জাতিসঙ্ঘের পানিপ্রবাহ কনভেনশন অনুযায়ী প্রণীত আইনে আন্তর্জাতিক নদীকে এমনভাবে ব্যবহার করা যাবে না, যাতে অন্য দেশ ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেক রাষ্ট্র আন্তর্জাতিক আইন শ্রদ্ধার সাথে মেনে চলতে দায়বদ্ধ। কিন্তু ভারত উদ্দেশ্যপ্রণোদিতভাবে মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশের ফেনী জেলাসহ এবং বুধবার (২১ আগস্ট) তিস্তার বাঁধ খুলে দেয়ায় ফেনী, বান্দরবন, চট্টগ্রাম, রংপুর বিভাগের বিভিন্ন জেলা ইতোমধ্যে পানির নিচে তলিয়ে দিয়েছে।’
তিনি বলেন, ‘কোনো সতর্কবার্তা ছাড়া স্লুইচগেট খুলে দেয়ায় অসংখ্য মানুষ পানিবন্দী হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ গৃহীন, পশু-পাখির মৃত্যু হওয়ার পাশাপাশি ফসলে জমি তলিয়ে গেছে।’
রাজধানীর রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সবুজ আন্দোলনের পরিচালক অভিনেতা উদয় খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল, প্রত্যাশার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোরছালীন ইসলাম বাবু, অর্থ সম্পাদক আলমগীর হোসেন পলাশ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাহিন আরা সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, ‘সমাজের সকল বিত্তবান ব্যক্তিকে পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো সতর্কবার্তা ছাড়া বাঁধের পানি ছেড়ে দেয়া সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি বাংলাদেশের বেশিভাগ নদী দখল ও দূষণের জর্জরিত হওয়ায় লোকালে পানি বেশি ঢুকে পড়েছে। অনতিবিলম্বে সকল নদী দখলমুক্ত করে খননের ব্যবস্থা করতে হবে।’
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক অভিনেতা মির্জা আনোয়ার পারভেজ, প্রত্যাশার বাংলাদেশের সহ-সভাপতি সুরুজ ইসলাম, বিশিষ্ট কবি আসাদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক কবি আকাশ মনি, নারী পরিষদের সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার, ছাত্র পরিষদের দফতর সম্পাদক শফিকুল ইসলাম সায়েম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা