২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আইডিইবি'র নেতাদের পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত - ছবি : সংগৃহীত

বিগত ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পরিবারে পাশে দাঁড়াতে সরকার ও সকলের প্রতি আহ্বান জানিয়েছেন পেশাজীবী নেতারা। রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স- আইডিইবি মিলনায়তনে এফডিইবি'র প্রতিনিধি সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সম্মেলনে এছাড়াও ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবিপূরণে ৮ দফা দাবি জানানো হয়। এতে স্বৈরাচার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়াও করা হয়।

পেশিশক্তি ও দলীয় লেজুড়বৃত্তির বাইরে গিয়ে গণতান্ত্রিক ও সদস্যবান্ধব আইডিইবি গড়তে বর্তমান কমিটির নেতাদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন ডিপ্লোমা প্রকৌশলীরা। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীনের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মাদ ইসমাইল এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা দেশ গঠনে যোগ্য প্রকৌশলীদের মূল্যায়ন এবং কারিগরি শিক্ষা বোর্ডকে সঠিক ধারায় ফিরিয়ে আনার দাবি জানান। দেশের বৃহত্তম অরাজনৈতিক পেশাজীবী সংগঠন আইডিইবিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে বর্তমান কমিটির সকল সদস্যদের পদত্যাগ করে দল মত নির্বিশেষে কার্যকর আইডিইবি গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইডিইবি'র সাবেক সহ-সভাপতি প্রকৌশলী মোঃ ফজলুল হক, ডিইএবের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন, ডিইএবের সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন, এফডিইবির সহ-সভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী আব্দুছ ছাত্তার শাহ, এফডিইবি’র সাবেক সহ-সভাপতি প্রকৌশলী আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক, প্রকৌশলী আব্দুল হাই, প্রকৌশলী আব্দুল বাতেন, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকৌশলী হোসাইন বিন মানসুর, প্রকৌশলী শাহজাহান কবির রিপন ও প্রকৌশলী ফজলুল হক,
বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নেছার আহমেদ ভূইয়া, প্রকৌশলী দেওয়ান নাসির উদ্দিন, প্রকৌশলী মইনুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী আবু আনোয়ার, প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া, প্রকৌশলী তারিকুল ইসলাম তারেক, প্রকৌশলী ওয়াহিদুর রহমান নিঝুম, প্রকৌশলী মোঃ ইউসুফ, প্রকৌশলী ইয়াসিন আহমেদ, প্রকৌশলী কাজী মফিজুল ইসলাম, প্রকৌশলী দেলোয়ার হোসেন সাঈদী, প্রকৌশলী মাসুদ পারভেজ, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী লুৎফর রহমান, প্রকৌশলী গোলাম মর্তুজা, প্রকৌশলী রুহুল আমীন, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র প্রতিনিধি তানভীর হোসেন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

 


আরো সংবাদ



premium cement