এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, ডিইউজের নিন্দা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ এপ্রিল ২০২৪, ১৬:২০
এফডিসিতে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যে বর্বরোচিত হামলার শিকার হলেন তা অত্যন্ত ন্যাক্কারজনক ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।
বিবৃতিতে তারা অপরাধীদের কঠোর শাস্তি দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠু তদন্ত নিশ্চিতের পাশাপাশি আহতদের সু-চিকিৎসাসহ ক্ষতিপূরণও দাবি করেন।
গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে শিল্পী সমিতির আমন্ত্রণে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
এতে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ২৪ জন পেশাদার সাংবাদিক গুরুতর আহত হন।