টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার ইফতার ও দোয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মার্চ ২০২৪, ১৪:২৬
রাজধানী ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত টাঙ্গাইলের সাংবাদিকদের সংগঠন টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি সাবেক সচিব মো: ইব্রাহীম হোসেন খান, বিএফইউজের সাবেক সভাপতি ও বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পদক উদয় হাকিম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী ও আইয়ুব ভূইয়া।
জ্যেষ্ঠ সাংবাদিকরা ছাড়াও ইফতার অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহের জেলা- ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা সাংবাদিক ফোরামের নেতারা, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্যরা, ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি