২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

সাংবাদিক মাসুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় বিএফইউজের নিন্দা-প্রতিবাদ

- ছবি : সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। 

নেতারা অবিলম্বে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী কালো আইন বাতিলের দাবি জানিয়েছেন।

শুক্রবার (১২ মে) বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এক বিবৃতিতে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার পরও দুর্ভাগ্যজনকভাবে এর অপব্যবহার বন্ধ হচ্ছে না। বরং অপকর্মের বিরুদ্ধে সমালোচনা ঠেকাতে ক্ষমতাসীনরা যে এ কালো আইনকে অস্ত্র বানিয়েছে, নারায়ণগঞ্জের ঘটনা তার জ্বলন্ত প্রমাণ।

জানা গেছে, শামীম ওসমানকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গত ৮ ডিসেম্বর রাতে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা দায়ের করে সংসদ সদস্যের ব্যক্তিগত সচিব (পিএস) হাফিজুর রহমান। এ মামলায় প্রথমে হাইকোর্ট থেকে দু’সপ্তাহের জামিন পান আবু সাউদ মাসুদ। পরে চার্জশিট প্রদানের পূর্বপর্যন্ত জামিন মঞ্জুর করে সাইবার ট্রাইব্যুনাল আদালত।

আরো জানা গেছে, গত বুধবার আদালতে চার্জশিট প্রদান করে পুলিশ। পরে বিবাদীর আইনজীবী আদালতে টাইম পিটিশন চাইলে আদালত তা নামঞ্জুর করে আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিবৃতিতে নেতারা আরো বলেন, সাংবাদিকের কোনো প্রতিবেদন নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিকার পেতে প্রেস কাউন্সিলের শরণাপন্ন হতে পারেন। কিন্তু ওই সবের তোয়াক্কা না করে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুনে মামলায় জড়িয়ে সাংবাদিককে হয়রানি স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার জন্য চরম হুমকি। আরো দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকদের হয়রানি না করার বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বার বার অঙ্গীকার ব্যক্ত করা হলেও তার ন্যূনতম বাস্তবায়ন দৃশ্যমান নেই। যা সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করছে। 

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি গাজীপুরে ঝুটের ৩টি গুদামে আগুন শ্রীনগরে মাদরাসাশিক্ষককে কোপালো ছিনতাইকারীরা

সকল





up