১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘দেশে টাকার চেয়ে ডলারের দরকার বেশি’

‘দেশে টাকার চেয়ে ডলারের দরকার বেশি’ - ছবি : সংগৃহীত

সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশীর (এনআরবি) উদ্যোগে ‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক এক সেমিনার বক্তরা বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে টাকার চেয়ে ডলারের প্রয়োজন বেশি। এ ব্যাপারে প্রবাসীদের এক সাথে নিয়ে কাজ করতে হবে। দেশের ভাবমূর্তি উন্নয়নে বিদেশী মূলধারা রাজনীতিতে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণ ও কার্যকর পদক্ষেপ জরুরি। প্রবাসী ও পিসকিপাররা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তারা বৈদেশিক মুদ্রা আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয় এক সেমিনারে তরা এ কথা বলেন।

সেমিনারে এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে মুখ্য আলোচনা উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক সৈয়দ গোলাম মোয়াজ্জেম, সম্পদ ব্যক্তিত্ব হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর, ব্যাংকার আব্দুল হালিম চৌধুরী, বিমান বাহিনীর সাবেক প্রধান মাশিহুজজামান, সাবেক সচিব খান এম ইব্রাহিম, গবেষক ফজলুল করিম, মালয়েশিয়া বাংলাদেশ চেম্বারের সহ-সভাপতি জামিলুর রহমান, সাবেক পিসকিপার মেজর অবসরপ্রাপ্ত শেখ মাসুমুল হাসান, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি মনজুর আহমদ চৌধুরী ও ঢাকা চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট সুয়েব চৌধুরী।

মুখ্য আলোচক সৈয়দ গোলাম মোয়াজ্জেম বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে, ভ্যাকসিন ব্যবস্থাপনায় সুশৃঙ্খল ব্যবস্থাপনা প্রদর্শন করেছে। করোনা ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রেখেছে যা বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। এ ব্যাপারে বাংলাদেশের অবদান বিশ্বব্যাপী সমাদৃত ও স্বীকৃত।

ব্যাংকার আব্দুল হালিম চৌধুরী জানান, করোনার সময় ব্যাংকাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রমিকদেরকে নিজ নিজ অর্থ প্রদানে অনন্য অবদান পালন করেছে। তবে তিনি নন পারফরমিং লোনের ক্ষেত্রে ব্যাংকেরদের আরো সতর্কতার সাথে ভূমিকা পালন করার প্রয়োজন আছে বলে মনে করেন। তিনি বলেন যে এর ফলে বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থায় চাপ সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, ‘দেশের ভিতরে আমরা দেশের বিষয়গুলোকে নিয়ে সমালোচনা করতে পারি। কিন্তু দেশের বাইরে স্বদেশের ভালো ব্যবস্থাপনা ও সুন্দর জিনিসগুলোর প্রচার করা প্রয়োজন।’

অনেক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো বলে মন্তব্য করেন তিনি।

এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব সরকারের। সরকারের উচিত বিদেশের মাটিতে বাংলাদেশীদের ঐক্যভাবে দেশের প্রয়োজনে কাজের ক্ষেত্র প্রস্তুত করা। এ ব্যাপারে মিশনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসে দলাদলি করে আমরা নিজেদের শক্তি ক্ষয় করছি। এ শক্তি যৌথভাবে একমত হয়ে দেশের প্রয়োজনে ব্যবহার করা উচিত।’

সকলকে এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আরো সংবাদ



premium cement
কিছু ঘটলে আন্তর্জাতিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হয় : আসিফ নজরুল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭ একই দিনে দুই দিপুর স্বর্ণ জয় গাজীপুরে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পিপি-এপিপিদের পদত্যাগ বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো সাউথইস্ট ব্যাংক সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘জুটমিল বন্ধ করে শেখ হাসিনা শিল্পাঞ্চলকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন’ দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব : ডা. শফিকুর রহমান

সকল