১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পঞ্চগড়ের সহিংসতা নিয়ে হামলা-মামলা বন্ধ না হলে প্রতিরোধ : খতমে নবুওয়াত

৬ মামলায় আসামি ৮ হাজার, গ্রেফতার ৮১
প্রশাসনের তৎপরতা। - ছবি : নয়া দিগন্ত

পঞ্চগড়ের সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে ছয়টি মামলায় আট হাজার মুসলমানকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন ৮১ জনকে।

এদিকে, মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত সবার দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া।

সোমবার (৬ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে নবীপ্রেমিকদের এভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার হওয়া সব নবীপ্রেমিকে নিঃশর্ত মুক্তি দিতে তিনি সরকারের কাছে জোর দাবি জানান।

তিনি আরো বলেন, আসন্ন পবিত্র রমজান মাস। রহমত, বরকত ও নাজাতের মাস। এ মাস সামনে রেখে সাধারণ মুসলমানদের গণগ্রেফতার ও হয়রানি কোনোভাবে সহ্য করা যায় না। দেশের তৌহিদি জনতা এসব সহ্য করবে না। নিরীহ নিরস্ত্র মানুষের ওপর হামলা মামলা বন্ধ না হলে দেশের সর্বস্তরের জনগণ এই জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। এভাবে চলতে থাকলে পরামর্শক্রমে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে বলে কঠিন হুশিয়ারি উচ্চারণ করেন আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া।

এছাড়া পঞ্চগড়ের সর্বস্তরের মুসলমানদের ন্যায়সঙ্গগত প্রতিবাদী আন্দোলনে বিনা উস্কানিতে আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলায় আরিফুজ্জামান নামের একজন মুসলিম যুবক শাহাদাত বরণ করার ঘটনায় আল্লামা ইয়াহইয়া তার রূহের মাগফিরাত কামনা করেন এবং এই ঘটনায় আহত শতাধিক তৌহিদী জনতার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন তিনি।

বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের শীর্ষ ওলামারা বারবার দাবি জানানোর পরও কাদের আশ্রয়-প্রশ্রয়ে কাদিয়ানিরা মুসলমান দাবি এবং ইসলামের পরিভাষা ব্যবহার করে তা খতিয়ে দেখা প্রয়োজন। নিরীহ মুসলমানদের উপর এই হামলায় এবং হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ঈমানী আন্দোলনে অংশগ্রহণকারী কাউকে মামলা, গ্রেফতার ও হয়রানি করা যাবে না। ইতোমধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে, অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে এবং এ সংক্রান্ত সকল মামলা প্রত্যাহার করে নিতে হবে।


আরো সংবাদ



premium cement
কিছু ঘটলে আন্তর্জাতিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হয় : আসিফ নজরুল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭ একই দিনে দুই দিপুর স্বর্ণ জয় গাজীপুরে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পিপি-এপিপিদের পদত্যাগ বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো সাউথইস্ট ব্যাংক সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘জুটমিল বন্ধ করে শেখ হাসিনা শিল্পাঞ্চলকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন’ দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব : ডা. শফিকুর রহমান

সকল