১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর, সম্পাদক মাহবুবুল

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর, সম্পাদক মাহবুবুল। - ছবি : সংগৃহীত

আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ইয়ুথ ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুহাম্মদ সাইদুর রহমান সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এত তথ্য জানানো হয়।

৩১ সদস্যের কার্যকরী পরিষদের অন্য নেতারা হলেন সহ-সভাপতি এম এইচ হাবিবুস সাত্তার, আশরাফুল রহীম, ফারজানা ইয়াসমিন লিপি, অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম, বিপ্লব হোসেন, আশিক রহমান মিরাজ, ফিরোজ মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম শুভ, নেছার উদ্দীন রাব্বি, কাজী আনিসুর রহমান মিঠু, অ্যাডভোকেট আজিজুল হক রাসেল, শাহীন রেজা টিপু, মুহাম্মদ ইমাম হোসেন, মিলন আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ সুফিয়ান, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মো: সরফরাজ হৃদয়, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: নাসির, অ্যাডভোকেট মেহরাব হোসেন অভি, জন-নিরাপত্তাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, মানবাধিকারবিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল হোসেন মজুমদার, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাফি, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মুহাম্মদ ঈমাম হোসেইন, প্রচার সম্পাদক মো: মিজানুর রহমান, কার্যকরী সদস্য মুহাম্মদ শাহীন মিয়া, শেখ মুহাম্মদ মনসুর, মুহাম্মদ মুশফিকুর রহমান, সালেহ আহমেদ মনির, ফখরুল ইসলাম সুমন ও মাকসুদুল হাসান।

১/১১ এর সরকারের সময় বিএনপির মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেন ও তৎকালীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মরহুম ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আ স ম হান্নান শাহের প্রত্যক্ষ নির্দেশে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ গঠিত হয়। গত ২৮ জানুয়ারি ফোরামের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

(প্রেস বিজ্ঞপ্তি)


আরো সংবাদ



premium cement