১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উত্তরবঙ্গে কওমি মাদরাসা শিক্ষক পরিষদের শীতবস্ত্র বিতরণ

উত্তরবঙ্গে কওমি মাদরাসা শিক্ষক পরিষদের শীতবস্ত্র বিতরণ - ছবি : নয়া দিগন্ত

দেশের উত্তরবঙ্গের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কওমি মাদরাসা শিক্ষক পরিষদ। সংগঠনের নেতারা উত্তরের বিভিন্ন জেলায় কম্বল বিতরণ করছেন।

মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে তারা এ শীতবস্ত্র বিতরণ করেন। কম্বল পেয়ে মহা খুশি নিম্নবিত্তের মানুষ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরী জানান, তারা বগুড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর সফর করে শীত নিবারণের উপহার হিসেবে অসহায় মেহনতি মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

ইতোমধ্যে জেলাগুলোতে পাঁচ হাজারের মতো কম্বল বিতরণ করা হয়েছে। কওমি মাদরাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে স্থানীয় নেতারা বৃহত্তর সিলেটের হাওর অঞ্চলে কম্বল বিতরণ শুরু করেছেন।

তিনি বলেন, পার্থিব স্বার্থ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আত্মনিয়োগই পারে ক্ষুধা দারিদ্রমুক্ত আদর্শ সমাজ গঠন করতে।

তিনি সমাজের অসহায় শীতার্ত মেহনতি মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা যুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, মাওলানা কারামত আলী, দফতর সম্পাদক মাওলানা হারুনুর রশীদ বিক্রামপুরী, মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা ইয়ামিন হুসাইন আজমী।

 


আরো সংবাদ



premium cement