১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সম্মেলন অনুষ্ঠিত

শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সম্মেলন অনুষ্ঠিত - ছবি : সংগৃহীত

‘ঐক্যবদ্ধ মিম্বর আলোকিত সমাজ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সম্মেলন।

সোমবার সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে শূরা কমিটির সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে খতিবদের সম্ভাবনা, সঙ্কট ও করণীয় সম্পর্কে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করে সংগঠনের চেয়ারম্যান মাওলানা মুফতি শামীম মজুমদার বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে খতিবদের ভূমিকা অপরিহার্য, যে সমাজের ইমাম ও খতিবগণ সামাজিক উন্নয়নে বেশি সক্রিয় হবেন, সে সমাজের সভ্যতা সংস্কৃতি তত বেশি উন্নত হবে।

তিনি আরো বলেন, শানে সাহাবা খতিব কাউন্সিল দেশের সামাজিক পরিবেশ পরিস্থিতি সার্বিকভাবে উন্নতি সাধনের লক্ষ্যে বিগত সাত বছর যাবত ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও রাষ্ট্রীয় প্রশাসনের সহযোগিতায় দেশ, জাতি ও খতিবদের সার্বিক উন্নয়নে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর বলেন, খতিবগণ সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় ব্যাক্তি, সুতরাং খতিবদের ব্যক্তি জীবন হতে হবে ত্রুটি ও বিতর্কমুক্ত।

দেশের সার্বিক পরিস্থিতি ও খতিবদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা শরীফ উল্লাহ তারেকি, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সানাউল্লাহ নুরী মাহমুদী, ভাইস চেয়ারম্যান প্রফেসর মুহাম্মাদ মুখলেছুর রহমান, মুফতি নেয়ামাত উল্লাহ খান, মাওলানা রিদওয়ান আকন্দ জামালি, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মানছুরুল হক জিহাদী, যুগ্ম মহাসচিব মুফতি আরিফ মাহমুদ হাবিবী, মাওলানা হারুন কুতুবী, সহকারী মহাসচিব মুফতি অহিদুজ্জামান বদর, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাওলানা মু. আতাউর রহমান আলমপুরী।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত খতিবগণ সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নিজেদের সম্পৃক্ততাকে আরো জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেন।

খতিবদের মধ্য থেকে আরো উপস্থিত ছিলেন, মাওলানা আনোয়ার শাহ আনসারী, মাওলানা আবু আইমান, মাওলানা ইমামুদ্দিন কাসেমী, মাওলানা নেয়ামতউল্লাহ, মাওলানা মিজানুর রহমান ভূগি, মাওলানা হাফেজ আশ্রাফ আলী, মাওলানা ফিরোজ উদ্দীন নছিমি, মাওলানা আরিফুল ইসলাম কারিমী, মাওলানা শাকের উদ্দীন ইউনুছী প্রমুখ

-প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ক্ষমতা গ্রহণের পর শুরুতেই যেসব কাজ করবেন ট্রাম্প আইন মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে গৃহীত কার্যক্রম দুই ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয় সরকার ব্যাংকিং খাতের সংস্কারে অগ্রগতি করছে : অর্থ উপদেষ্টা কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম ‘শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম’ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার ২০২৫ সাল নাগাদ বন্ধ হবে : রিজওয়ানা হাসান ‘আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল’ দূষিত শহরের তালিকায় ঢাকার অবনতি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের ৩ মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

সকল