১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
বশেমুরকৃবি শিক্ষক সমিতির নির্বাচন

গণতান্ত্রিক শিক্ষক পরিষদ মনোনীত পূর্ণ প্যানেলের জয়লাভ

সভাপতি প্রফেসর ড. মো: অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক সহযোগী প্রফেসর ড. দেবাশিস চন্দ্র আচার্য্য । - ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল শিক্ষক সংগঠন `গণতান্ত্রিক শিক্ষক পরিষদ” কর্তৃক মনোনীতপূর্ণ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি পদে এগ্রো প্রসেসিং বিভাগের প্রফেসর ড. মো: অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে এগ্রিবিজনেস বিভাগের সহযোগী প্রফেসর ড. দেবাশিস চন্দ্র আচার্য্য নির্বাচিত হয়েছেন। এ কমিটি ২০২৩ সালের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ পরিচালনা করবেন।

বশেমুরকৃবি শিক্ষক সমিতির নির্বাচন কমিশন-২০২৩ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের এ ফলাফল ঘোষনা করেন।

শিক্ষক সমিতির অন্য পদে নির্বাচিতগণ হলেন সহ-সভাপতি পদে কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো: আ: মান্নান ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো: মোতাহার হোসেন, যুগ্ম-সম্পাদক পদে গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মো: মনজুরুল ইসলাম ও অ্যানিম্যাল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের ড. এস এ মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক পদে অ্যানাটমী অ্যান্ড হিস্টোলজী বিভাগের ড. মোহাম্মদ শাহ্ আলম, কোষাধ্যক্ষ পদে জেনেটিক্স অ্যান্ড ফিস ব্রিডিং বিভাগের ড. মুহাম্মদ আব্দুস ছালাম, দফতর সম্পাদক পদে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজী বিভাগের ড. মো: নূরে আলম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জেনেটিক্স অ্যান্ড ফিশ ব্রিডিং বিভাগের ড. সবুজ কান্তি মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর মোহাম্মদ রোকনুজ্জামান, গবেষণা সম্পাদক পদে ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের মোহাম্মদ মহি-উদ-দীন নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন : ফিশারিজ বায়োলজী অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের ড. মো: শাখাওয়াত হোসেন, গাইনিকোলজী অব: অ্যান্ড রিপ্রডাক্টিভ হেল্থ বিভাগের ড. মো: নাজমুলহক, কৃষিসম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের ড. মোহাম্মদ জিয়াউল হক, পরিসংখ্যান বিভাগের কেয়া রাণী দাস ও কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের ড. সত্যেন মণ্ডল।

শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ ফলাফল প্রকাশের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকল শিক্ষকের সক্রিয় সহযোগীতা কামনা করেন।


আরো সংবাদ



premium cement
ক্ষমতা গ্রহণের পর শুরুতেই যেসব কাজ করবেন ট্রাম্প আইন মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে গৃহীত কার্যক্রম দুই ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয় সরকার ব্যাংকিং খাতের সংস্কারে অগ্রগতি করছে : অর্থ উপদেষ্টা কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম ‘শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম’ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার ২০২৫ সাল নাগাদ বন্ধ হবে : রিজওয়ানা হাসান ‘আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল’ দূষিত শহরের তালিকায় ঢাকার অবনতি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের ৩ মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

সকল