১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিপ্লবের জন্য শ্রমিক ময়দান মজবুত করার বিকল্প নেই : অধ্যাপক হারুনুর রশিদ খান

বিপ্লবের জন্য শ্রমিক ময়দান মজবুত করার বিকল্প নেই : অধ্যাপক হারুনুর রশিদ খান - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, শ্রমজীবী মানুষের ঐক্য ছাড়া পৃথিবীতে কোনো বিপ্লব সফলতা পায়নি। পৃথিবীর বহু বিপ্লব শুধুমাত্র শ্রমজীবী মানুষের অংশগ্রহণ না থাকার কারণে ভেস্তে গেছে। কিছু বিপ্লব সফলতা পেলেও তা ছিল খুবই স্বল্প সময়ের জন্য। ইতিহাস বলে শ্রমজীবী মানুষের ঐক্য ছাড়া কোনো বিপ্লব স্থায়ী হতে পারে না। তাই আদর্শিক বিপ্লবের জন্য শ্রমিক ময়দান মজবুত করার বিকল্প নেই।

শুক্রবার রাজধানীর একটি মিলানায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরী সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরীর প্রধান উপদেষ্টা নূরুল ইসলাম বুলবুল, উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো: তসলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, মহানগরী উত্তরের সভাপতি মোঃ মহিব্বুল্লাহ প্রমুখ।

অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, প্রচলিত শ্রমনীতি খোদাদ্রোহী শ্রমনীতি। এই শ্রমনীতি দ্বারা শ্রমিকদের কল্যাণ অতীতে হয়নি এবং ভবিষ্যতে কোনোদিন হবে না। শ্রমিকের কল্যাণ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে নিহিত রয়েছে। যে পথ অনুসরণ করে রাসূল সা: পৃথিবীর ইতিহাসে একমাত্র সুষ্ঠু ও আদর্শিক শ্রমনীতি প্রতিষ্ঠা করেছিলেন। যে শ্রমনীতি সকল কালের ও সকল মানুষের জন্য একমাত্র আদর্শ। এই শ্রমনীতি বাস্তবায়ন করা প্রতিটি মানুষের জন্য কর্তব্য। অসহায় ও মেহনতি শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য আর কোনো বিকল্প পথ নেই।

তিনি আরো বলেন, বর্তমান শ্রমনীতি শুধুমাত্র শ্লোগান নির্ভর। শ্লোগানের ভেতর পুরোটাই ফাঁকা। এই শ্লোগানে শ্রমিকদের অধিকারের কথা বলা হলেও আসলে পুরোটাই মরিচিকা। আমরা এই শ্লোগান ভেঙে আল্লাহর রাসূল সা:-এর দেখানো পথ অনুসরণ করে শ্রমিকদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের আদর্শ আল্লাহর কুরআন এবং রাসূলের সুন্নাহ। আল্লাহর রাসূল সা: বলেছেন, তুমি যা খাবে, তোমার শ্রমিককে তাই খেতে দেবে। আমরা এই অনুপম শ্রমনীতি প্রতিষ্ঠা করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, শ্রমিক অঙ্গনে মালিক-শ্রমিক দ্বন্দ্ব সৃষ্টি করে একটি পক্ষ ফায়দা হাসিলের চেষ্টা করে। তারা একদিকে শ্রমিকদের ভুল বুঝিয়ে মালিকদের বিরুদ্ধে খেপিয়ে তুলে। অপর দিকে শ্রমিকদের বিরুদ্ধে কথা বলে মালিকের কান ভারি করে ফেলে। ফলে দু’পক্ষের মধ্যে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। অথচ ইসলাম শ্রমিক-মালিকের মধ্যে চমৎকার ভারসাম্যের বিধান
দিয়েছে। যে বিধান অনুসরণ করার মাধ্যমে মালিক-শ্রমিক উভয় উপকৃত হতে পারবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মালিক-শ্রমিকের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরে শ্রমিক অঙ্গনে একটি আদর্শিক পরিবেশ উপহার দিবে।

সম্মেলনে কাউন্সিলদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে আব্দুস সালাম ও হাফিজুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন।


আরো সংবাদ



premium cement
ক্ষমতা গ্রহণের পর শুরুতেই যেসব কাজ করবেন ট্রাম্প আইন মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে গৃহীত কার্যক্রম দুই ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয় সরকার ব্যাংকিং খাতের সংস্কারে অগ্রগতি করছে : অর্থ উপদেষ্টা কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম ‘শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম’ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার ২০২৫ সাল নাগাদ বন্ধ হবে : রিজওয়ানা হাসান ‘আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল’ দূষিত শহরের তালিকায় ঢাকার অবনতি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের ৩ মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

সকল