বিজয় দিবসে ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটির র্যালি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ডিসেম্বর ২০২২, ১২:৫০
মহান বিজয় দিবস উপলক্ষে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সামাজিক সংগঠন ‘ইয়্যুথ ফর বেটার ফিউচার সোসাইটি’ বিজয় র্যালি করেছে।
শুক্রবার সকাল ৮টায় রাজধানীর উত্তরায় এ বিজয় র্যালির আয়োজন করা হয়।
র্যালীতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য, মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আব্দুল মান্নান বলেন, আমরা দেশকে পাকিস্তানি শত্রু বাহিনীদের হাত থেকে রক্ষা করে গর্বিত হয়েছি। দেশের এই গৌরবকে ধরে রাখা নবীনদের দায়িত্ব। ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি সকল সদস্য এ দায়িত্ব পালন করতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, দেশের জন্য এই ভালোবাসা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নবীনদের প্রতি তিনি বলেন, তারুণ্যই দেশের ভবিষ্যত।
র্যালিতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ‘ইয়্যুথ ফর বেটার ফিউচার সোসাইটি’র সাবেক সভাপতি আবু নাহিদ, সাবেক এক্সিকিউটিভ কমিটির সদস্য অ্যাডভোকেট সোহেল আলম এবং বর্তমান জেনারেল সেক্রেটারি আব্দুর রহিম ।
সভাপতি মু. হুমায়ুন কবির তার বক্তব্যের মধ্যে ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি সামাজিক কার্যক্রমের পাশাপাশি দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং তিনি সকল সদস্যদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান।