১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

জাতীয় সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলন (বিএনএলএম) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে অর্ধশতাধিক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান।

বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, দেশে আজ প্রধান সমস্যা জনগণের ভোটের অধিকার না থাকা। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে দেবো। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন নিরেপক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবে।

সংগঠনটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খন্দকার ও সদস্য সচিব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এ বি এম রফিকুল হক তালুকদার রাজার নেতৃত্বে অর্ধশতাধিক আইনজীবী বুধবার বেলা সাড়ে ৩টায় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে সুপ্রিম কোর্ট বার ভবনে বিক্ষোভ করেন।

বিক্ষোভ সমাবেশে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা, আইনজীবী শাহ আহমেদ বাদল, ড. শামসুল আলম, এসএম খালেকুজ্জামান, শরিফ ইউ আহমেদ, আবদুল খালেক, জুলফিকার আলী জুনু, মো. মোস্তাক আহমেদ, সাফিউর রহমান, মনির হোসেন, হেমায়েত উদ্দিন বাদশা প্রমুখ।

সমাবেশে তৈমূর আলম খন্দকার বলেন, দেশে আজ প্রধান সমস্যা জনগণের ভোটের অধিকার নেই। দেশে চলছে এক নায়কতন্ত্র। গায়েবি মামলা দিয়ে বিরোধীদের দমন করা হচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বসে থাকতে পারে না। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে দেবো। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন নিরেপক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

 

 


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ‘শেখ হাসিনার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার শপথ নিতে হবে’ রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক সিলেটে বিজিবির অভিযানে ৬৪ লাখ টাকার চোরাই মাল জব্দ জাতিসঙ্ঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিলের আহ্বান তুরস্কের ফ্যাসিস্ট শক্তির সব ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে : ফখরুদ্দিন মানিক সিলেটে ২ যুবলীগ নেতা গ্রেফতার কাতার সরকার ইসরাইল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে কেন সফল হতে পারল না শ্রীলঙ্কার সংসদ নির্বাচন : দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এনপিপির জয় দেশকে পরিবর্তন করতে সুশিক্ষিত নাগরিক প্রয়োজন : মুজিবুর রহমান

সকল