আকবর আলীর মৃত্যুতে ইউট্যাবের শোক
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৩
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক সচিব, অর্থনীতিবিদ ও জনপ্রিয় লেখক ড. আকবর আলি খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
শুক্রবার ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ মোর্শেদ হাসান খান এক শোকবার্তায় বলেন, মরহুম আকবর আলী খান ছিলেন একজন নির্মোহ-নির্ভিক, স্পষ্টভাষী, সমাজ ও রাজনীতি সচেতন বুদ্ধিজীবী। তিনি সত্য উচ্চারণে এবং মানুষের বাক, ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন সোচ্চার।
নেতৃদ্বয় বলেন, আকবর আলি খানকে কোনো একটি পরিচয়ে আবদ্ধ রাখা কঠিন। জীবনজুড়ে তার কর্ম ও ভাবনার যে ক্ষেত্র ছিল, তা এক কথায় বর্ণনা করা দুরুহ বিষয়। তিনি একই সাথে আমলা, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতির গবেষণক ও শিক্ষক, ইতিহাসবিদ, জনবুদ্ধিজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মানুষের নাগরিক অধিকারের পক্ষে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। সত্য কথা অপ্রিয় হলেও সেটি অকপটে বলতে কখনো দ্বিধা করেননি। অর্থনীতি, ইতিহাস, সাহিত্য ও সমাজ নিয়ে তার চিন্তা ও লেখনিতে ছিল গভীর অন্তর্দৃষ্টি।
ইউট্যাবের শীর্ষ দু’নেতা বলেন, আকবর আলী খানের এই মৃত্যু বাহ্যিক সম্পর্কের ইতি টানলেও জীবনকালে তার পারস্পরিক সান্নিধ্য আত্মিক বন্ধনের যে অনুভূতি দিয়েছিল তার চিরবিদায়ে কখনোই তা মলিন হবে না। সত্য বলা ও সাহসিকতার জন্য তিনি সবসময় শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবেন।
তারা আরো বলেন, মরহুম আকবর আলী খানের মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের ন্যায় আমরা গভীরভাবে মর্মাহত ও সমব্যথি। মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। একই সাথে তার শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী, স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন যেন মরহুম আকবর আলী খানকে বেহেস্ত নসিব করেন, এই দোয়া করি।