১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যেদিন দেশে ইসলামী শ্রমনীতি চালু হবে সেদিন শ্রমিকদের সঙ্কট দূর হবে : অ্যাড. আতিকুর রহমান

যেদিন দেশে ইসলামী শ্রমনীতি চালু হবে সেদিন শ্রমিকদের সঙ্কট দূর হবে : অ্যাড. আতিকুর রহমান - ছবি : সংগৃহীত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, যেদিন আমাদের দেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হবে সেদিন শ্রমিকদের সকল সঙ্কট দূর হবে। তিনি বলেন, যে সংগঠনের তৃণমূল যত মজবুত সে সংগঠন তত বেশি শক্তিশালী। শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শক্তিশালী করতে হলে আগে তৃণমূলের সংগঠনকে মজবুত করতে হবে। আর এ ক্ষেত্রে সংগঠনের উপজেলা নেতৃবৃন্দকে বিশেষ ভূমিকা রাখতে হবে।

রোববার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলার উদ্যোগে উপজেলা কার্যনির্বাহী সদস্য সম্মেলন ২০২২-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিল হোসেন সাব্বিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের জেলার প্রধান উপদেষ্টা মাওলানা তাজউদ্দিন খান, যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ইদ্রিস আলী, সহকারী পরিচালক মশিউর রহমান।

আতিকুর রহমান বলেন, আমরা শ্রমজীবী মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য কাজ করি। আমাদের আদর্শ হলো ইসলাম। আমরা বিশ্বাস করি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের দুনিয়ায় কল্যাণ ও আখিরাতে মুক্তি নিশ্চিত করা সম্ভব। যেদিন আমাদের দেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হবে সেদিন শ্রমিকদের সকল সঙ্কট দূর হবে। শ্রমিকরা তাদের সকল অধিকার ফিরে পাবে। মালিক-শ্রমিক সকল দ্বন্দ্বের নিরসন হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ শ্রমিককে আন্দোলনের পতাকাতলে সমবেত করতে হবে। এই জন্য সর্বপ্রথম শ্রমজীবী ভাই-বোনদের নিকট ইসলামী শ্রমনীতির দাওয়াত পৌঁছে দিতে হবে। তাদেরকে সত্যের এই ছায়াতলে নিয়ে আসার জন্য উপজেলা নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা
করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের দেশের শ্রমিকরা প্রতারণার শিকার হচ্ছে। তথাকথিত শ্রমিক মুক্তির আন্দোলনের নামে এক শ্রেণির নেতারা তাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে। এই অসৎ নেতৃত্বের ধারা আমাদেরকে ভাঙতে হবে। শ্রমিকদের কাঙ্ক্ষিত মুক্তির নিমিত্তে শ্রম অঙ্গনে আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। যেখানে শ্রমিক সমস্যা সৃষ্টি হবে সেখানে তাদের তড়িৎ গতিতে ছুটে যেতে হবে। সমস্যা সমাধানের জন্য তাদেরকে সততা ও ন্যায়ের পক্ষে কণ্ঠ উঁচু করতে হবে। মালিকদের রক্ত চক্ষু উপেক্ষা করে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সাহসী ভূমিকা রাখতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব : ধর্ম উপদেষ্টা আইপিএল নিলামে থাকছেন সাকিব-মোস্তাফিজসহ ১২ বাংলাদেশী সাদুল্লাপুরে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার ফেনীতে ফুলকুঁড়ির সুবর্ণজয়ন্তীতে পুরস্কার পেলো শত শিশু-কিশোর দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ ফেনীতে ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতায় ৭০ শিক্ষার্থী পুরস্কৃত ঘূর্ণিঝড় সারার প্রভাবে মধ্য আমেরিকাজুড়ে ভারী বৃষ্টিপাত ‘অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’ দেশের মালিকানা জনতার হাতে ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধ : ডা. জাহিদ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৪ বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

সকল