‘অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে’
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জুলাই ২০২২, ১৯:১২
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম বলেছেন, দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের পাশপাশি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা দেশকে এগিয়ে নিতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকরা কিছুটা অধিকার ও সুযোগ সুবিধা পেলেও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত। এই সকল শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন কার্যক্রম পরিচালনা
করতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরের অন্তর্ভুক্ত বরিশাল সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নতুন অফিস উদ্ভোধন উপলক্ষ্যে আয়োজিত সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহির উদ্দিন বাবর।
আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের অঞ্চল টিম সদস্য মশিউর রহমান, ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান কামাল প্রমুখ।
লস্কর তসলিম বলেন, ট্রেড ইউনিয়ন করা শ্রমিকের ন্যায্য অধিকার। এর মাধ্যমে একজন শ্রমিক তার প্রাপ্য অধিকার আদায়ের সুযোগ পায়। শ্রমিকের ওপর কোনো আঘাত হলে সকল শ্রমিকরা মিলে তার প্রতিবাদ করতে পারে। তাই শ্রমিকের অধিকার ফিরে পাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের নিয়ে ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে। দলমতের ঊর্ধ্বে সকল শ্রমিকদের একই ছায়াতলে নিয়ে আসতে হবে। প্রকৃত আদর্শ, সততা ও বিশ্বাস নিয়ে নেতৃবৃন্দ কাজ করতে পারলে ট্রেড ইউনিয়ন কার্যক্রমে শ্রমিকরা স্বেচ্ছায় সম্পৃক্ত হবে।
তিনি আরো বলেন, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দকে শ্রমিকের অধিকারের ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে। কোনোভাবে যেন ইউনিয়নের একজন্য সদস্য মনে করতে না পারে ইউনিয়ন তার অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারছে না। একই সাথে আদর্শিক সততা, বিশ্বাস ও শ্রমিকদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি