১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পঞ্চগড়ে রাকিব ও তার পরিবারের ওপর কাদিয়ানীদের হামলার নিন্দা

পঞ্চগড়ে রাকিব ও তার পরিবারের ওপর কাদিয়ানিদের হামলার নিন্দা। - ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে রাকিব ও তার পরিবারের ওপর কাদিয়ানীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

বুধবার বিকেল ৩টায় এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংগঠনটির খিলগাঁওস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

এ সময় সভার সভাপতি ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সিনিয়র সহসভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আমরা জানতে পেরেছি, পঞ্চগড়ের বোদা থানাস্থ শালশিড়ি ইউনিয়নের মতিউর রহমানের ছেলে রাকিব ও তার পরিবারের নয় সদস্যের ওপর কাদিয়ানী সন্ত্রাসী জয়নালের ছেলে রানা, রাজিব, রাসেল ও শামসুজ্জামানের ছেলে আশরাফুল ও ভাড়াটে মাস্তান হাসান গং হামলা চালিয়েছেন। হামলায় হাসান ও আশরাফুল নেতৃত্ব দেন।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, অনতিবিলম্বে রাকিব ও তার পরিবারের ওপর হামলাকারী কাদিয়ানী সম্প্রদায়ের সন্ত্রাসীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। অন্যথায় তৌহিদী জনতা দেশব্যাপী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, বিগত প্রায় তিন যুগ যাবত ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়তে’র নেতৃত্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে দেশের মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। কিন্তু সরকার এই দাবির প্রতি ভ্রুক্ষেপ না করায় দিনদিন তাদের অপতৎপরতা বেড়ে চলেছে।

সভায় স্থানীয় নেতৃবৃন্দ কর্তৃক কাদিয়ানীদের ইজতেমা বন্দের দাবিতে প্রদত্ত স্মারকলিপি গ্রহণ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাসের জন্য পঞ্চগড় জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলা হয় অনতিবিলম্বে এই প্রতিশ্রুতি কার্যকর না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, সহকারী মহাসচিব মুফতী মুসা বিন ইযহার, সহকারী মহাসচিব মুফতী সিব্বির আহমাদ কাসেমী, দাওয়াহ বিষয়ক সম্পাদক আল্লামা জহুরুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, সাংগঠনিক সম্পাদক মুফতী আশেকুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর, মুফতী ওমর ফারুক, মুফতী আল-আমীন ফয়জী, মুফতী মুমিনুল হক, মুফতী কামাল উদ্দীন, মুফতী সুলতান আহমাদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
নামছে তাপমাত্রার পারদ, কুয়াশার চাদরে ঢাকা উত্তরাঞ্চল রাঙামাটিতে আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই আজ ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট ‘এমন কাজ করবো, একদিন গর্ব করবে’ : বাবাকে শহীদ জাবের অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম আজিমপুরে ডাকাতির সময় অপহরণ করা শিশু উদ্ধার 'ইসরাইলের কারণে গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না' মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে! দূষণের দিল্লিতে শ্বাস নেয়া দিনে ২৫টি সিগারেট খাওয়ার সমান!

সকল