১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শ্রমিক নেতা আলমগীরের ইন্তেকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণের শোক

ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ও শ্রমিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আলমগীর মজুমদার - নয়া দিগন্ত

ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ও শ্রমিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আলমগীর মজুমদারের (৭৭) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, জনাব আলমগীর মজুমদার আজীবন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই করে গেছেন। শ্রমিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি শ্রমিকের প্রাপ্য অধিকার আদায়ের জন্য মেহনতি মানুষদের সংগঠিত করেছেন। দেশের বিভিন্ন স্থানে বারবার ছুটে গিয়েছেন অসহায় শ্রমিকদের পাশে দাঁড়াতে। তার ইন্তেকালে আমরা একজন শ্রমিকবান্ধব নেতৃত্বকে হারালাম। শ্রমিক আন্দোলনে তার অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুম আলমগীর মজুমদার মঙ্গলবার বিকালে হৃদরোগে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তা স্ত্রী ও চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন আছে। তার জানাযার নামাজ বনশ্রী সেন্টাল মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে তাকে খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করা হয়।


আরো সংবাদ



premium cement