১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশ জনসংযোগ সমিতির নতুন সভাপতি রানা, মহাসচিব টিপু

বজলুল হক রানা ও মনিরুজ্জামান টিপু - ছবি : বিজ্ঞপ্তি

বাংলাদেশ জনসংযোগ সমিতির নতুন সভাপতি হিসেবে পিডিবির সাবেক পরিচালক (জনসংযোগ) বজলুল হক রানা নির্বাচিত হয়েছেন। অপরদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ব্রান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মনিরুজ্জামান টিপু সমিতির মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

১১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার আবদুর রশীদ কার্যকরী কমিটির ২৯ সদস্যের নাম ঘোষণা করেন।

নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি-১ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক জনসংযোগ পরিচালক আবুল কাসেম শিকদার, সহ-সভাপতি-২ রাজউকের পরিচালক শাহ আলম চৌধুরী, সহ-সভাপতি-৩ বেপজার জিএম (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, যুগ্ম-মহাসচিব-১ পেট্রো বাংলার ডিজিএম (জনসংযোগ) তারিকুল ইসলাম খান রবিন, যুগ্ম-মহাসচিব-২ ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, অর্থ সম্পাদক জীবন বীমা করপোরেশনেরএজিএম শেখ খায়েরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু, দপ্তর সম্পাদক এনসিসি ব্যাংকের পিআর ব্র্যান্ড ম্যানেজমেন্ট ইন চার্জ আনোয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পাদক বিএনসিআরসিরসিইও এ এইচ এম বজলুল রহমান, যোগাযোগ ও প্রচার সম্পাদক ভাইসব মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুজন মাহমুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পিআর অ্যান্ড অ্যাডমিশন পরিচালক মনিরুল ইসলাম রিন্টু, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পিআইডির সিনিয়র তথ্য কর্মকর্তা পাশা মোস্তফা কামাল এবং প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিন মোহাম্মদ গ্রুপের পরিচালক (জনসংযোগ) ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ।

কমিটিতে ১৪ জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ১. বাউবি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক বদরুল হায়দার চৌধুরী, ২. বিটিসিএলের জিএম (মার্কেটিং অ্যান্ড পিআর) মীর মোহাম্মদ মোরশেদ, ৩. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) ড. এ কে এম শামসুল আরেফিন, ৪. জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন, ৫. ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি, ৬. ইউএসবাংলাএয়ারলাইন্সের জিএম (জনসংযোগ) কামরুল ইসলাম, ৭. এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী, ৮. ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম, ৯. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) দীন মোহাম্মদ, ১০. ইউনাইটেড ইউনিভার্সিটির উপ-পরিচালক (জনসংযোগ) আবু সাদাত, ১১. বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ, ১২. আইএসপিআর-এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মি, ১৩. রানার গ্রুপের এজিএম (মিডিয়া অ্যান্ড পিআর) ওয়াহিদ মুরাদ ও ১৪. বিকাশের ম্যানেজার (পিআর এন্ড করপোরেট কমিউনিকেশন্স) রুখসানা মিলি।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
২৮ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ ফ্যাসিষ্ট সরকার পালিয়ে গেলেও, তার দোসররা এখনো আছে : ব্যারিষ্টার খোকন প্রতিশোধ নিতেই সম্পর্ক, অতঃপর শ্বাসরোধে হত্যা করা হয় আলোচিত টিকটকার মুন্নিকে হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটকের কাজ করেছে : ড. ইফতেখারুজ্জামান দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ দক্ষিণ চীন সাগর নিয়ে শি’র কাছে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ জাপানের প্রধানমন্ত্রীর সিরাজদিখানে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই খুলনার দুঃখ বিল ডাকাতিয়া ২৩ দিন পর কাজে ফিরলেন গাজীপুরের টিএনজেড কারখানার শ্রমিকরা ‘সুপার টাইফুনে’ পরিণত হয়েছে ম্যান-ই : ফিলিপাইন

সকল