১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিজয় দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার শপথ নিতে হবে : অধ্যাপক হারুনুর রশিদ খান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালি - নয়া দিগন্ত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, মহান বিজয় আমাদের জাতীয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিশ্বের বুকে বাংলাদেশের নাম লিখেছিল এ দেশের কৃষক শ্রমিকসহ মুক্তিকামী জনতা। আজকের এ দিন বাংলাদেশের সামনে অগ্রসর হওয়ার সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। বৃহস্পতিবার তিনি এমন মন্তব্য করেন।

তিনি ১৬ ডিসেম্বর তারিখে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মো: মহিব্বুল্লাহর নেতৃত্বে র‌্যালিটি রাজধানীর উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাড্ডা লিংক রোডে গিয়ে এক শ্রমিক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মহানগরী সহ-সভাপতি মিজানুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না, আতাহার আলী, আব্দুল হালিম, জামিল মাহমুদ প্রমুখ।

অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, আমাদের দেশে শ্রমিকরা পদে পদে অবহেলিত ও বঞ্চিত। তারা মালিক পক্ষের শোষণের শিকার। প্রতিনিয়ত শ্রমিকের রক্ত চুষে এক শ্রেণীর মালিকপক্ষ সম্পদশালী হচ্ছে। অথচ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল শোষণমুক্ত দেশ প্রতিষ্ঠার। যে দেশে ধনী ও গরিবের মধ্যে কোনো অর্থনৈতিক বৈষম্য থাকবে না। মালিক কর্তৃক শ্রমিক শোষিত হবে না। সম্পদের সুষ্ঠু বন্টন হবে। শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে। রাষ্ট্র অন্য দশজন নাগরিকের মতো শ্রমিকের মৌলিক অধিকার বাস্তবায়নে থাকবে সদা তৎপর। স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হওয়ার পরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। ফলে শ্রমজীবী মানুষরা অধিকার বঞ্চিত থেকে গেছে। তাই আজকের দিনে আমাদের শপথ নিতে হবে শ্রমিকের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব।


আরো সংবাদ



premium cement
প্রতিশোধ নিতেই সম্পর্ক, অতঃপর শ্বাসরোধে হত্যা করা হয় আলোচিত টিকটকার মুন্নিকে হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটকের কাজ করেছে : ড. ইফতেখারুজ্জামান দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ দক্ষিণ চীন সাগর নিয়ে শি’র কাছে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ জাপানের প্রধানমন্ত্রীর সিরাজদিখানে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই খুলনার দুঃখ বিল ডাকাতিয়া ২৩ দিন পর কাজে ফিরলেন গাজীপুরের টিএনজেড কারখানার শ্রমিকরা ‘সুপার টাইফুনে’ পরিণত হয়েছে ম্যান-ই : ফিলিপাইন মারাত্মক সঙ্কটে আয়ারল্যান্ডের অর্থনীতি সৈয়দপুরে ঘন কুয়াশায় ২ ঘণ্টা বিমান ওঠানামা বিলম্ব

সকল