মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি পালিত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ ডিসেম্বর ২০২১, ২০:০৯, আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১, ২০:১২
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা সেমিনার হলে এ কর্মসূচি পালিত হয়।
সকালে এ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম, ইসলামিক স্টাডিজের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, অ্যাডমিশন ও পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন, ডেপুটি ডিরেক্টর জামাল হোসেইন, এমআইইউ সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের প্রেডিডেন্ট আশ্রাফুল ইসলাম প্রমুখ।
রিদম ব্লাড ব্যাংকের সহযোগিতায় এমআইইউ সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব রক্তের গ্রপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করে।