১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাঁচ দাবিতে সাইন্সল্যাবে যাত্রী অধিকার আন্দোলনের মানববন্ধন

পাঁচ দাবিতে সাইন্সল্যাবে যাত্রী অধিকার আন্দোলনের মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

গণপরিবহনের ভাড়াবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে যাত্রী অধিকার আন্দোলন। বুধবার ‘পাহাড়সম ভাড়ার চাপ থেকে জনসাধারণকে মুক্তি দিন’ স্লোগানে ওই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। এ সময় মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি জানানো হয়।

এ সময় বাড়তি ভাড়া আদায়ের পাশাপাশি সিটিং সার্ভিস নাম দিয়ে ‘ওয়েবিল’ সিস্টেমের মাধ্যমে বাসগুলো কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে। অথচ জনগণের বেতনে চলেও পরিবহন মালিকদের পক্ষ নিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলো নিশ্চুপ ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন যাত্রী অধিকার আন্দোলন।

এ দিন ‘যাত্রী অধিকার আন্দোলন’ ব্যানারে কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাধারণ জনগণ। তারা বলেন, নগর পরিবহনের ভাড়া গত নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও বেড়েছে। সেই সময় অতিরিক্ত যাত্রী বহন করা হবে না বলা হলেও ঠিকই অতিরিক্ত যাত্রী নিচ্ছে। অপর দিকে এসব দেখেও না দেখার ভান করছে বিআরটিএ। তাই সিটিং সার্ভিসের নামে চিটিংবাজী বন্ধ করতে হবে। সব বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া আদায় নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তারা।

এসময় পরিবহন নৈরাজ্য বন্ধে সংগঠনের পক্ষে কয়েক দফা দাবি তুলে ধরেন আহ্বায়ক কেফায়েত শাকিল। দাবিগুলো হলো- নগরী থেকে সিটিং সার্ভিস বিলুপ্ত ঘোষণা করতে হবে, ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাড়ানো পরিবহন ভাড়া পূনর্মূল্যায়ন করতে হবে, ফাঁকফোঁকর না রেখে পরিবহনভিত্তিক সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করতে হবে, তেলের দাম বৃদ্ধির সুযোগে ভাড়া বাড়ানো গ্যাসের গাড়িগুলো চিহ্নিত করে রুট পারমিট বাতিল তরতে হবে, নগর ও দূরপাল্লার পরিবহনে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি করতে হবে, চুক্তিতে গাড়ি চালানো ও ওয়েবিলে ভাড়া আদায় বন্ধ করতে হবে এবং সব নগর পরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন আরিফের সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কেফায়েত শাকিল। এ সময় যাত্রী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম সজীব, ঢাকা কলেজ শাখার নেতা নাজমুস শাহাদাত সাকিব, আসিফ ইয়ামিন ও নাজিম প্রমুখ বক্তব্য রাখেন।

এই সময় বক্তারা অভিযোগ করেন, গণপরিবহনগুলো সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নানান অযুহাতে বাড়তি ভাড়া আদায় করছে। সিটিং সার্ভিস নাম দিয়ে এসব পরিবহন দাঁড়িয়েও অসংখ্য যাত্রী নিচ্ছে। ওয়েবিল দেখিয়ে কিলোমিটারের নির্ধারিত ভাড়ার ধার ধারছে না তারা। অথচ শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে চাইলে সিটিং সার্ভিসের অযুহাত দিচ্ছে।


আরো সংবাদ



premium cement
ঢাকায় স্ত্রীকে নিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে : সেলিম ভূঁইয়া ট্রাম্পের অধীনে আমেরিকা : যেভাবে দেখছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন : হাসনাত গাজা উপত্যকায় বাধাহীনভাবে ত্রাণ সরবরাহের সুযোগ দিন ইসরাইলি হেফাজতে ২ ফিলিস্তিনি বন্দীর মৃত্যু যে কারণে অপহরণ করা হয় আজিমপুরের সেই শিশুকে সিংড়ায় খালের দেড় যুগের ময়লা অপসারণ ঢাকা সেনানিবাস এলাকায় ২১ নভেম্বর যান চলাচল সীমিত থাকবে ইরানের গোপন পারমাণবিক গবেষণাকেন্দ্রে ইসরাইলের হামলা দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

সকল